আশ্চর্যজনক ঘটনা! অন্তঃসত্ত্বা ১৪ দিনের শিশুকন্যা, অস্ত্রোপচার করে তিনটি ভ্রূণ বের করলেন চিকিৎসকরা

এমন ঘটনাও যে ঘটতে পারে, তা সকলের কল্পনারও অতীত। এমন এক ঘটনায় হতবাক চিকিৎসক মহলও। ১৪ দিনের শিশুকন্যা গর্ভবতী। অসুস্থ হয়ে পড়ায় শিশুকে হাসপাতালে নিয়ে যান তার মা-বাবা। পরীক্ষা করে দেখা যায় যে শিশুটির গর্ভে ভ্রূণ রয়েছে। অস্ত্রোপচার করে তা বের করেন চিকিৎসকরা।
এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাণসীতে। সূত্রের খবর, কিছুদিন আগে এক দম্পতি তাদের ১৪ দিনের শিশুকন্যাকে নিয়ে আসেন বারাণসীর সুন্দরলাল হাসপাতালে। শ্বাসকষ্ট ও অ্যালার্জির সমস্যায় ভুগছিল শিশুটি। তবে ঠিক কী কারণে এমনটা হচ্ছিল, তা বোঝা যাচ্ছিল না।
চিকিৎসা শুরু হয় শিশুকন্যার। প্রথমে কিছুই সেরকম ধরা পড়ে নি। এরপর আলট্রাসাউন্ড ও সিটি স্ক্যান করা হয় তার। আর তাতেই চমকে ওঠেন চিকিৎসকরা। পরীক্ষায় ধরা পড়ে যে শিশুটির গর্ভে রয়েছে তিনটি ভ্রূণ। এরপরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। বের করে আনা হয় ভ্রূণগুলি। আপাতত সুস্থ রয়েছে ওই শিশুকন্যা।
হাসপাতাল সূত্রে খবর, ৭ জন চিকিৎসকের তত্ত্বাবধানে ওই শিশুকন্যার অস্ত্রোপচার করা হয়। জন্মের সময় শিশুটি ওজন ছিল ৩ কেজি ৩০০ গ্রাম। আর অস্ত্রোপচারের পর শিশুটির ওজন দাঁড়ায় ২ কেজি ৮০০ গ্রামে। কিন্তু প্রশ্ন হয় যে ১৪ দিনের শিশুর গর্ভে ভ্রূণ কীভাবে এল?
এই বিষয়ে বারাণসীর সুন্দরলাল হাসপাতালে চিকিৎসক শোত কচ্ছপ জানান, এই তিনটি ভ্রুণ ওই শিশুটির মায়ের। কোনওভাবে তা চলে যায় শিশুর পেটে। চিকিৎসকদের কথায়, এমন ধরনের ঘটনা অত্যন্ত বিরল হলেও, কোনও কোনও ক্ষেত্রে ঘটে থাকে। ৫ লক্ষ শিশুদের মধ্যে এক জনের সঙ্গে এমন ঘটনা ঘটে বলে জানান চিকিৎসকরা।