রাজ্য

উপনির্বাচনে না জেতানোর ফল! সাগরদিঘিতে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিল তৃণমূল, অভিযোগ তুলে ধর্নায় অধীর চৌধুরী

উপনির্বাচনে সাগরদিঘি (Sagardighi) থেকে হার হয়েছে তৃণমূলের। সেখানে জিতেছে কংগ্রেস (Congress)। আর এরপরই সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের (Lakkhir Bhandar) টাকা দেওয়া বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই অভিযোগ তুলেছেন কংগ্রেস প্রদেশ সভাপতি অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। আজ, বৃহস্পতিবার এই ঘটনার প্রতিবাদ করে বিডিও অফিসের সামনে ধর্নায় বসেছেন অধীর ও তাঁর অনুগামীরা।

গত ২রা মার্চ উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয় সাগরদিঘিতে। দেখা যায়, সেখানে তৃণমূলকে পিছনে ফেলে বেশ বড় ব্যবধানে জিতেছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। কংগ্রেসের অভিযোগ, এই জয়ের পর থেকেই নাকি সাগরদিঘিতে রাজ্য সরকারের নানান অনুদান বন্ধ। শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারই নয়, নানান উন্নয়ন থেকেই রাজ্য সরকার সাগরদিঘির মানুষদের বঞ্চিত করছে।

এর প্রতিবাদেই অবস্থান বিক্ষোভ শুরু করেছেন কংগ্রেস নেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। তাঁর সঙ্গে রয়েছেন তাঁর অনুগামীরা। তাদের দাবী, ভোটে জিততে না পেরে তৃণমূল সরকার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করে দিয়েছে। কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাসও সেখানে আসতে পারেন বলে জানা গিয়েছে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে এই অভিযোগ সম্পূর্ণ নাকোচ করা হয়েছে।

তৃণমূলের দাবী, কংগ্রেসের এই দাবী সম্পূর্ণ ভিত্তিহীন। এইও বিষয়ে সাগরদিঘির ব্লক তৃণমূল সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, “কংগ্রেসের আন্দোলন যুক্তিহীন। ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অনেকে পেয়ে গিয়েছেন। যাদের বাকি রয়েছে তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে”।

তিনি আরও বলেন, “কংগ্রেস যদি আন্দোলন করে তবে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে করুন। একশো দিনের কাজ, আবাস যোজনরা টাকা চেয়ে করুক। কিন্তু কংগ্রেস সেই আন্দোলন করবে না। কারণ সাগরদিঘিতে কংগ্রেসের সঙ্গে বিজেপির আঁতাত হয়েছিল”।

Back to top button
%d bloggers like this: