অফবিট

কোনওভাবেই মিস করা যাবে ‘মন কি বাত’! প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শোনার জন্য মাঝপথেই বিয়ে থামিয়ে দিলেন যুবক

প্রথমদিন থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনে এসেছেন তিনি। আর সেই অনুষ্ঠানের শততম পর্ব কী আর কোনওভাবে মিস করা যায় নাকি! কিন্তু বাঁধ সাধল মাঝে। ‘মন কি বাত’ অনুষ্ঠানের শততম পর্বের দিনই বিয়ে পড়েছে যুবক। তাহলে এবার উপায়? সেই কারণে এক বড় সিদ্ধান্ত নিলেন ওই যুবক। বিয়ের অনুষ্ঠানের মাঝেই মণ্ডপের মধ্যেই চলল ‘মন কি বাত’। সেই অনুষ্ঠান শেষ করে বিয়ের বাকি নিয়ম সারলেন যুবক।

ঘটনাটি ঘটেছে রাজস্থানে। জানা গিয়েছে, ভিলওয়ারের ঋষভ পোরওয়াল নামের এক যুবক প্রথম থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনে আসছেন। কিন্তু সেই অনুষ্ঠানের শততম পর্বের দিনই ছিল তাঁর বিয়ে। টেলিভিশনের পর্দায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-সহ অন্যান্য অতিথিরা। কিন্তু নির্দিষ্ট সময় মেনে তো বিয়েও শুরু হয়ে গিয়েছে। এবার কী উপায়?

হঠাৎই মাঝপথে বিয়ের অনুষ্ঠান থামাতে বলেন ঋষভ। সকলে তখন হতবাক। কিন্তু ঋষভ সাফ জানিয়ে দেন যে সকলকে মন কি বাত শুনতেই হবে। আর এর জন্য যদি দরকার হয়, তাহলে বিয়ের অনুষ্ঠান বন্ধ থাকবে খানিকক্ষণ।

বিয়ের পাত্র যদি এমন আবদার করে বসে, তাহলে আর কীই না করা যায়? অগত্যা পাত্রের কথায় সকলকে রাজি হতে হল। বিয়ের সাজেই রিসর্টে এলইডি স্ক্রিনের ব্যবস্থা হল। অতিথিরা সকলে মিলে শুনলেন প্রধানমন্ত্রীর মন কি বাত। অনুষ্ঠান শেষে নিয়ম মেনে ধুমধাম করে বিয়ে হল ঋষভের।

মন কি বার অনুষ্ঠান শুনতে এত কেন আগ্রহী ঋষভ? তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর জীবনের অনুপ্রেরণা। সেই কারণেই নিয়ম করে মন কি বাত অনুষ্ঠানের প্রত্যেকটি পর্ব শুনেছেন তিনি। বিশেষ দিনে হবু স্বামীর এমন আচরণে কনের কী প্রতিক্রিয়া? ঋষভের সদ্যবিবাহিতা স্ত্রী অঞ্জলির অবশ্য এই ঘটনায় কোনও আপত্তি ছিল না। বরং স্বামীর ইচ্ছা পূরণ করতে পেরে বেশ খুশিই হয়েছেন তিনি।

Back to top button
%d bloggers like this: