ক্রিকেট

ঘোষণা হয়ে গেল সাউথ আফ্রিকা সিরিজের ভারতীয় ক্রিকেট দল। এখনই দেখুন।

চলতি মাসে সাউথ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে পাঁচ ম‍্যাচের ওয়ানডে সিরিজের জন্য বি সি সি আই নেতৃত্বাধীন নির্বাচক কমিটি দুটি দল ঘোষণা করল। এই সিরিজের প্রথম তিনটি ম‍্যাচ-এ ভারতের ‘এ’ দলের অধিনায়ক থাকবেন মনিশ পান্ডে এবং শেষ দুটি ম‍্যাচ-এ অধিনায়ক হবেন শ্রেয়স আইয়ার।

 

এই ওয়ানডে সিরিজটি আগামী ২৯ শে আগষ্ট থেকে শুরু হতে চলেছে তিরুবন্তপুরমের ‘স্পোর্টস হাব’-এ এবং এই সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বি সি সি আই। তাহলে চলুন দেখে নেওয়া যাক ভারতের ‘এ’ দলের তালিকা।

আরও পড়ুন – ওকুহারাকে পরাজিত করে ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের পিভি সিন্ধু৷

প্রথম তিনটি ম‍্যাচের জন্য ভারতীয় ‘এ’ ক্রিকেট দল নিম্নরূপ-

মনিশ পান্ডে (অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, আমোলপ্রিত সিং, ইশান কিষান (উইকেট কিপার), রিকি ভুই, বিজয় শঙ্কর, শিবম দুবে,ক্রুনাল পান্ডিয়া,আক্সার প‍্যাটেল, যুজবেন্দ্র চাহাল,শার্দুল ঠাকুর, দিপক চাহার,খলিল আহমেদ এবং নিতিশ রানা।

আরও পড়ুন – কলকাতা লিগে প্রথম জয় ইস্টবেঙ্গলের।

শেষ দুটি ম‍্যাচের জন্য ভারতীয় ‘এ’ ক্রিকেট দল

শ্রেয়স আইয়ার (অধিনায়ক), শুভমান গিল, আমোলপ্রিত সিং, রিকি ভুই, প্রশান্ত চোপড়া, সন্জু স‍্যামসন, নিতিশ রানা,বিজয় শঙ্কর, ওয়াশিংটন সুন্দর,আক্সার প‍্যাটেল, শিবম দুবে, রাহুল চাহার,শার্দুল ঠাকুর,তুষার দেশপান্ডে এবং ইশান পোড়েল।

india cricket a teamছবি সৌজন্যে – বি সি সি আই

আগামী ২৯ আগষ্ট, ৩১ শে আগষ্ট, ২ সেপ্টেম্বর,৪ সেপ্টেম্বর এবং ৬ সেপ্টেম্বর এই ৫ দিন ধরে আয়োজিত হতে চলেছে ম‍্যাচ গুলো।

Leave a Reply

Back to top button
%d bloggers like this: