কলকাতা লিগে প্রথম জয় ইস্টবেঙ্গলের।

সিএফএল এর প্রথম ম্যাচে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল আলেজান্দ্রোর ইস্টবেঙ্গলকে। কিন্তু অবশেষে সিএফএল এর দ্বিতীয় ম্যাচে বিএসএস এর বিরুদ্ধে জয়ের পথে ফিরে এলো লাল হলুদ বাহিনী। ২-১ এর ব্যবধানে এদিন বিএসএস কে পরাজিত করলো কোয়েস ইস্টবেঙ্গল।
এদিন ম্যাচের প্রথমার্ধে ১৭ মিনিটের মাথাতেই লাল হলুদের হয়ে প্রথম গোলটি করে কোয়েস ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন বিদেশী কোলাডো। এরপর প্রথমার্ধে কোনো পক্ষই আর গোল না করতে পারার দরুণ খেলার প্রথমার্ধ শেষ হয় ১-০ এর ব্যবধানে। এরপর দ্বিতীয়ার্ধ শুরু হলেও বারবার আক্রমণে উঠে আসে ইস্টবেঙ্গল, এবং খেলা শুরুর ৫২ মিনিটের লাল হলুদের হয়ে দ্বিতীয় গোলটি করে ইস্টবেঙ্গলের জয় নিশ্চিত করেন ভরসার পাত্র বিদ্যাসাগর। যদিও এরপর খেলার অতিরিক্ত সময়ে ৯০+২ মিনিটের মাথাতে পেনাল্টিতে বিএসএস এর হয়ে গোল করেন ওপোকু। ফলে আজকের ম্যাচটি শেষ হয় ২-১ এর ব্যবধানে। জয় লাভ করে ইস্টবেঙ্গল।
আরও পড়ুন – ওকুহারাকে পরাজিত করে ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের পিভি সিন্ধু৷
আজকের ম্যাচে জয়ের দরুণ আপাতত দুটি ম্যাচ খেলে ইস্টবেঙ্গলের সংগ্রহে তিন পয়েন্ট। অপরদিকে সমসংখ্যক ম্যাচ খেলে মোহনবাগানের সংগ্রহে ১ পয়েন্ট৷ আজকের ম্যাচে ইস্টবেঙ্গল জয় পেলেও বলা যায় যে লাল হলুদের মাঠের অবস্থা মোটেই ভালো ছিলনা। বৃষ্টিতে মাঠের যা পরিস্থিতি দাঁড়িয়েছিল তাতে চোট লাগা স্বাভাবিক ছিল ফুটবলারদের৷