প্রকাশিত হল কাতার বিশ্বকাপের ক্রীড়াসূচি, ঘোষণা করল ফিফা

গত ১৫ই জুলাই ২০১৮-এ লুজনিকি স্টেডিয়ামে ফ্রান্সের হাতে উঠে এসেছিল বিশ্ব চ্যাম্পিয়নের কাপ। সেই ছবি এখনও ফুটবলপ্রেমীদের মনে তাজা হয়ে রয়েছে। আজ আবার সেই ১৫ই জুলাই। মানে ঠিক ২ বছর পর ফিফা প্রকাশ করল পরবর্তী কাতার বিশ্বকাপের ক্রীড়াসূচি।
২০২২-এর ২১শে নভেম্বর আল বাইত স্টেডিয়ামে শুরু হবে কাতার বিশ্বকাপ। গাফ রিজিয়নের ৬০ হাজার দর্শকাসন বিশিষ্ট স্টেডিয়ামে ভারতীয় সময় ঠিক দুপুর ২টো ৩০ মিনিটে ম্যাচের উদ্বোধন করতে মাঠে নামবে আয়োজক কাতার।
🏆 4 Group Stage matches per day
🏆 No air travel needed between venues
🏆 Match demands optimised for fans, teams & media pic.twitter.com/KsF94xTNmz— FIFA World Cup (@FIFAWorldCup) July 15, 2020
বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ই ডিসেম্বর তারিখে। খেতাবি লড়াই অনুষ্ঠিত হবে ৮০ হাজার দর্শকাসন বিশিষ্ট লুজালি স্টেডিয়ামে ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
গ্রুপ লিগের খেলাগুলি হবে ভারতীয় সময় দুপুর ২টো ৩০মিনিটে, সন্ধ্যা ৫টা ৩০শে, রাত ৮টা ৩০শে ও রাত ১১টা ৩০ মিনিটে। কাতারের স্থানীয় সময় অনুযায়ী ম্যাচগুলি শুরু হবে দুপুর ১টা, বিকাল ৪টে, সন্ধ্যা ৭টা ও রাত ১০টায়।
🚨 2022 #WORLDCUP MATCH SCHEDULE 🚨
🏆 It all starts in Qatar on Monday 21 November 2022 🌏
🗓️👉 https://t.co/tIvYvRoy5j pic.twitter.com/yQvgGczszK
— FIFA World Cup (@FIFAWorldCup) July 15, 2020
নকআউট ম্যাচগুলি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ ও রাত ১১টা ৩০ মিনিটে। অর্থাৎ, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ও রাত ১০টায়। ১৭ই ডিসেম্বর অর্থাৎ, ফাইনালের আগের দিন খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলা হবে তৃতীয় স্থান নির্নায়ক প্লে-অফ।
দলগুলিকে পর্যাপ্ত বিশ্রাম দিতে ১২ দিন ধরে গ্রুপ লিগের খেলা চলবে। প্রতিদিন চারটি করে ম্যাচ আয়োজিত হবে। যেহেতু দু’টি ম্যাচ কেন্দ্রের মধ্যে যাতায়াতের দৈর্ঘ্য খুব বেশি হবে না তাই অনুরাগীরা চাইলে অনায়াসেই একই দিনে আলাদা আলাদা স্টেডিয়ামে একাধিক ম্যাচ দেখতে যেতে পারবেন।