খেলা

‘এবার কিন্তু বিশ্বকাপটা চাই’, আইএসএলে জয়ের জন্য পুরস্কার হিসেবে মোহনবাগানকে ৫০ লক্ষ টাকার অনুদানের ঘোষণা মমতার

আইএসএলে চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। এর পুরস্কার হিসেবে এবার ভারতসেরা মোহনবাগানকে ৫০ লক্ষ টাকা অনুদান ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার ক্লাবকে সংবর্ধনা দেওয়ার জন্য মোহনবাগান তাঁবুতে পৌঁছন মমতা। সেখানেই তিনি ঘোষণা করেন যে ক্লাবের উন্নতির জন্য ক্লাবকে ৫০ লক্ষ টাকার অনুদান দেওয়া হবে। এর সঙ্গে তিনি এও বলেন আগামীদিনে সবুজ-মেরুনের মাথায় বিশ্বসেরার তকমাও উঠবে।

ফাইনালে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএল জিতে এসেছে মোহনবাগান। আজ, সোমবার ক্লাব তাঁবুতে মহাসমারোহে বিজয়ীদের সংবর্ধনা দেওয়া হয়। মুখ্যমন্ত্রী দলের প্রত্যেক সদস্যের হাতে মিষ্টি ও উত্তরীয় তুলে দেন। তাঁর বক্তব্যে তিনি বারবার বলেন যে মোহনবাগান বাংলাকে গর্বিত করেছে।

এদিন বক্তব্য রাখার সময় স্মৃতিতে ভাসেন মমতা। তিনি জানান যে মোহনবাগানের খেলা থাকলেই তাঁর মা কালীবাড়িতে গিয়ে পুজো দিতেন। সেখান থেকেই ফুটবলের প্রতি ভালোবাসা জন্মায় তাঁর। তিনি বলেন, “আমি জানতাম, মোহনবাগান ফাইনালে উঠেছে মানে জিতেই ফিরবে। কারণ বাংলা এতদূর এসে হেরে যেতে পারে না। এই মোহনবাগানই একদিন বিশ্বের দরবারেও সেরার সম্মান জিতবে”।

এদিন আরও কিছু চাঞ্চল্যকর মন্তব্য করেন মমতা। তিনি বলেন, “আমি মনে করি খেলা হয়েছে এবং আবারও খেলা হবে, আবার জিততে হবে। বিশ্বজয় করতে হবে, আমি বিশ্বকাপ নিয়ে আসতে চাই আপনাদের মধ্যে দিয়ে”। তবে বিশ্বকাপ বলতে ক্লাব বিশ্বকাপ, নাকি চার বছর অন্তর আয়োজিত হওয়া একাধিক দেশ নিয়ে যে ফুটবল বিশ্বকাপ হয়, মমতা সেই বিশ্বকাপের কথা বলেছেন, তা অবশ্য পরিষ্কার নয়।

ক্লাবের পাশে সবসময় দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রী সমর্থকদেরও ধন্যবাদ জানান। তিনি বলেন, “আমি চাই, আগামীদিনে এভাবেই আরও এগিয়ে যাক মোহনবাগান। আমি সবসময়ে বাংলার ফুটবলের পাশে থেকেছি। মোহনবাগান ক্লাব যাতে পরিকাঠামোর দিক থেকে উন্নতি করতে পারে, তাই পশ্চিমবঙ্গ সরকারের তরফে ৫০ লক্ষ টাকা অনুদানের ঘোষণা করছি”।

Back to top button
%d bloggers like this: