খেলা

মোদীর ডাকে সায় মহেন্দ্র সিং ধোনির! স্বাধীনতা দিবসের দুদিন আগেই ডিপি বদলে জাতীয় পতাকা লাগলেন মাহি

৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে ‘আজাদি কা মহোৎসব’- এ গা ভাসিয়েছেন সকল ভারতবাসী। কিছুদিন আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় ডিপি পরিবর্তন করে জাতীয় পতাকার ছবি লাগিয়ে ছিলেন অনেকেই।

মোদি সোশ্যাল মিডিয়ায় ডিপি পরিবর্তন করে জাতীয় পতাকা লাগাতে বলেছিলেন। মোদীর ডাকে সারা দিয়ে স্বাধীনতা দিবসের দু’দিন আগেই সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ডিপিতে জাতীয় পতাকা ব্যবহার করলেন এবং ক্যাপশনে লিখেছেন, ‘ভারতের মাটিতে জন্ম নেওয়ার আমি নিজেকে ভাগ্যবান মনে করি’।

ক্যাপ্টেন কুলের দেশ ভক্তি সবারই জানা। এর আগে তিনি স্বাধীনতা দিবসের দিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন। এছাড়া দেশের সেনাবাহিনীর কমান্ডো ট্রেনিংও তিনি নিয়েছেন। এখানেই শেষ নয়, সেনাবাহিনীর পোশাকে তিনি পদ্মভূষণ সম্মানও নিয়েছিলেন।

ডিপি বদলাতেই অনুরাগীদের আবেগ আর ভালোবাসায় ভাসছেন মাহি। মাহি ক্যাপশনে যে কথাটি লিখেছেন সেটিও বেশ তাৎপর্যপূর্ণ। কারণ সেখানে ইংরেজি হিন্দি ও সংস্কৃতির তিনটি ভাষার ব্যবহার করেছেন।

Back to top button
%d