খেলা

মেয়ে সানা যদি কোনও ক্রিকেটারকে ডেট করতে চায়, কী প্রতিক্রিয়া হবে তাঁর”? প্রশ্ন শুনেই সৌরভ যা বললেন…

সৌরভ গঙ্গোপাধ্যায়, এই নামটি প্রত্যেকটি বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও এখনও তাঁর ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত জীবন, সবকিছু নিয়েই সবসময় উৎসুক থাকেন তাঁর অনুরাগীরা। তাঁর জনপ্রিয়তায় যে বিন্দুমাত্র ভাঁটা পড়ে নি, তা আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি ভিডিও বেশ ভাইরাল হল যা নিয়ে বেশ কৌতূহল দেখা গেল ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

কোন ভিডিও ভাইরাল হয়েছে?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে সৌরভকে কিছু প্রশ্ন করা হয়েছে বলে দেখা যাচ্ছে। ৩৮টি র‍্যাপিড ফায়ার প্রশ্নে বলে বলে ছক্কা হাঁকিয়েছেন দাদা। এই প্রশ্নোত্তর পর্বে তাঁকে জিজ্ঞাসা করা হয়, তাঁর প্রিয় বাঙালি খাবার কী? মুহূর্তেই তিনি উত্তর দেন, আলু পোস্ত।

এরপরই তাঁকে প্রশ্ন করা হয় যে তাঁর মেয়ে সানা যদি কখনও কোনও ক্রিকেটারকে ডেট করতে ছায়, তাহলে ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিকনায়কের প্রতিক্রিয়া কী হবে? এই প্রশ্ন শুনে প্রথমে খানিক থমকেই যান মহারাজ। বলেই দেন, “শুরু থেকেই তো বাউন্সার দিচ্ছ। এর উত্তরটা পরে দেব আমি”। এই প্রশ্নোত্তর পর্বের শেষ পর্যায়ে এসে সৌরভ বলেব, তাঁর মেয়ে যদি কোনও ক্রিকেটারকে ডেট করতে ছায়, তাহলে তাঁর কোনও আপত্তি থাকবে না এই নিয়ে।

বলে রাখি, ২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বেই বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে উঠেছিল ভারতীয় দল। ১৯৮৩ সালে কপিল দেবের পর তিনিই টিম ইন্ডিয়াকে বিশ্বকাপ টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে পেরেছিলেন। ২০২৩ সালে ফের বিশ্বকাপ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল।

এবারের বিশ্বকাপে টিম ইন্ডিয়ার জয়ের সম্ভাবনা কতটা? এই প্রসঙ্গে সৌরভ বলেন, “এটা অবশ্যই বিশাল বড় একটা টুর্নামেন্ট। বিশ্বকাপ টুর্নামেন্ট বরাবরই যথেষ্ট বড় মাপের হয়। এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট দল যথেষ্ট ভালো পারফরম্যান্স করছে। ফলে টিম ইন্ডিয়া এবারের বিশ্বকাপে যে ভালো পারফরম্যান্স করবে, তা আশা করা যেতেই পারে। আমি আশা করব যে ওরা আগামী ৪৫ দিন ওরা যথেষ্ট ভালো ক্রিকেট খেলবে”।

Back to top button
%d