মঙ্গলের গোচরের জেরে ভাগ্য পালটাবে ৪ রাশির, দীপাবলি পর্যন্ত ফুলেফেঁপে উঠবে পকেট

পঞ্চাঙ্গ অনুযায়ী, আজ অর্থাৎ৩ অক্টোবরের বিকেল ৫টা ৫৮ মিনিটে তুলা রাশিতে প্রবেশ করেছে মঙ্গল গ্রহ। জ্যোতিষশাস্ত্রে, মঙ্গল গ্রহকে সাহস ও বীরত্বের প্রতীক মনে করা হয়। মঙ্গলের গোচর চলাকালীন আগামী ১৩ অক্টোবর স্বাতী নক্ষত্র ও পয়লা নভেম্বর বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে।
এই সময়ই ১৬ নভেম্বরে তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে মঙ্গল। তুলা রাশিতে মঙ্গলের গোচরের ফলে সম্পূর্ণ বদলে যেতে চলেছে ৪ রাশির জীবন। মঙ্গলের প্রভাবে ভাগ্য পালটাবে তাদের। মঙ্গল গোচরের শুভ প্রভাবের জেরে জীবনে নানা মোড় ঘুরে যেতে পারে ওই ৪ রাশির।
সেই ৪ রাশি কী কী, একবার দেখে নেওয়া যাক-
মকর রাশি
বর্তমানে মকর রাশিতে সাড়ে সাতি দশার শেষ পর্ব চলেছে। আগামী ৮ নভেম্বর এই রাশিতে স্বয়ং শনিদেব অধিষ্ঠান করবেন। সাড়ে সাতি দশার কারণে মকর রাশির জাতক-জাতিকাদের প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে বটে তবে তাতে আশঙ্কার কিছু নেই। এই সময় এই রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হতে চলেছে।
ধনু রাশি
মঙ্গল গ্রহের রাশি পরিবর্তনের কারণে ধনু রাশির জাতক-জাতিকারা বিশেষ সুবিধা পাবেন। ধনু রাশির আয়ের ঘরে বসবে মঙ্গল। এর জেরে এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক লাভ করবেন। এই সময় আয়ের নতুন উৎস তৈরি হবে এই রাশির জাতক-জাতিকাদের। ব্যবসায় হঠাৎ আয় ও সাফল্য বৃদ্ধি হবে।
মেষ রাশি
মেষ রাশির অধিপতি মঙ্গল ও হনুমানজি। মঙ্গলের রাশি পরিবর্তনের জেরে এই রাশির জাতক-জাতিকারা বিশেষ আর্থিক সুবিধা পেতে চলেছেন। কেরিয়ার ও ব্যবসায় এক অন্য ও নতুন মাত্রা পাবেন। এই সময় অর্থলাভের সম্ভাবনা প্রবল এই রাশির জাতক-জাতিকাদের।
কুম্ভ রাশি
মঙ্গলের রাশি পরিবর্তনের সময় সৌভাগ্যের ফিরবে এই রাশির জাতক-জাতিকাদের। এই রাশির ঘরে মঙ্গলের উপস্থিতির ফলে চরচরিয়ে আয় ও সৌভাগ্য বাড়বে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের। মঙ্গল গমনের কারণে অপ্রত্যাশিতভাবে ব্যবসায় উন্নতি হবে এদের। কেরিয়ারেও উন্নতির জোয়ার ও অন্য সম্মান পাবেন এই রাশির জাতক-জাতিকারা।