জ্যোতিষশাস্ত্র

কৌশিকী অমাবস্যার আগেই বুধের উদয়, খুলবে ভাগ্যের চাবিকাঠি, প্রবল ধনবর্ষণ হবে ৩ রাশির উপর

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নানান গ্রহ নানান সময়ে নিজের রাশি বা অবস্থান পরিবর্তন করে। আসন্ন সময়ে ১৩ সেপ্টেম্বর বুধের উদয় হতে চলেছে। ঠিক কৌশিকী অমাবস্যার আগে বুধের এই উদয়ে নানান রাশিতে সুখের স্রোত বয়ে যাবে।

আসন্ন সময়ে কৌশিকী অমাবস্যা পড়ছে ১৪ সেপ্টেম্বর। আর তার তিথি শেষ হবে ১৫ সেপ্টেম্বর। এদিকে, বুধ উদিত হতে চলেছেন ১৩ সেপ্টেম্বর। এই বুধের উদয়ের জন্য ৩ রাশির জাতক-জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন।

দেখে নেওয়া যাক, কোন কোন রাশির জাতক-জাতিকারা কৌশিকী আমাবস্যার আগে বুধের উদয়ে লাভবান হবেন- 

মিথুন রাশি

আপনার রাশির তৃতীয়ভাবে উন্নিত হবে বুধগ্রহ। এই সময় সাহস ও পরাক্রমে আপনার ভরসা বাড়বে। বিদেশে কোনও চাকরির চেষ্টা করে থাকলে এবার ভালো সুযোগ পেতে পারেন। ভাইবোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। বুধ গ্রহ চতুর্থভাবের স্বামী। পৈতৃক সম্পত্তি থেকে পেতে পারেন লাভ। গাড়ি বাড়ি কেনা এই সময় লাভদায়ক হতে পারে।

সিংহ রাশি

বুধের উদয় আপনাদের জন্য হীতকর প্রমাণিত হতে পারে। আপনার রাশির লগ্নভাবে উদয় হতে চলেছে বুধ। আত্মবিশ্বাস এই সময় বাড়বে। ব্যক্তিত্বে আসবে উজ্জ্বলতা। এই সময় আপনার পৈতৃক সম্পত্তির পরিমাণ বাড়বে। পরিশ্রমের ফলে হবে বহু দিক থেকে লাভ। জীবনে বিভিন্ন দিক থেকে করবেন উন্নতি। আপনার কাজে আসবে উন্নতি। জীবনসঙ্গীর হবে উন্নতি।

মেষ রাশি

সন্তানের সঙ্গে সম্পর্কিত কোনও শুভ খবর পেতে পারেন আজ। এই সময় আপনি আকস্মিক ধনলাভ করবেন। এই সময় কিছু পোক্ত সিদ্ধান্ত আপনি নিতে পারেন। হঠাৎ করে কোনও জায়গা থেকে টাকা পেতে পারেন। ব্যবসায় কোনও শুভ ফল পাবেন। সব দিক থেকে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। 

Back to top button
%d bloggers like this: