তৈরি হচ্ছে গৃহলক্ষ্মী যোগ, দীপাবলির সময়ই টাকার বৃষ্টি হবে ৩ রাশির উপর, মিলবে আয়ের নতুন নতুন উৎস

শীঘ্রই তৈরি হচ্ছে গৃহ লক্ষ্মী যোগ। শুক্রের রাশি পরিবর্তনের ফলে বৃহস্পতির সঙ্গে মিলে এই শুভ যোগ তৈরি হবে। জ্যোতিষশাস্ত্রে গৃহ লক্ষ্মী যোগকে খুবই শুভ বলে মনে করা হয়। এই যোগের প্রভাবে জাতক-জাতিকার জীবনে শুভ ঘটনা ঘটতে শুরু করে। ধন-ধান্যে বৃদ্ধি হয় ও সমাজে তাঁরা মান-সম্মান লাভ করেন।
আগামী ৩ নভেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে শুক্র। এই রাশির লগ্ন স্থানে উপস্থিত থাকবে শুক্র। আবার কন্যার নবম স্থানের অধিপতি এই গ্রহ। এর পাশাপাশি ব-বৃস্পতি মেষ রাশিতে উচ্চস্থানে বিরাজ করছে। এমন পরিস্থিতিতে তৈরি হবে গৃহলক্ষ্মী যোগ। এই যোগ বেশ কিছু রাশির জাতকদের জন্য শুভ।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
সিংহ রাশি
গৃহলক্ষ্মী যোগের প্রভাবে সিংহ রাশির জাতক-জাতিকারা ব্যাপক সাফল্যের পাশাপাশি প্রচুর ধন লাভ করতে পারেন। ব্যবসায় লগ্নি করলে লাভ হবে। এর পাশাপাশি বড়সড় কোনও চুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঋণ থেকে মুক্তি পাবেন এই সময় এই রাশির জাতক-জাতিকারা। এর পাশাপাশি আয়ের নতুন উৎস পাবেন। পারিবারিক সমস্যা দূর হবে এই সময়।
বৃষ রাশি
গৃহলক্ষ্মী যোগ বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য অনুকূল প্রমাণিত হবে। এই সময় এই রাশির জাতক-জাতিকারা সমাজে মান-সম্মান লাভ করবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা সমস্ত কাজ সম্পন্ন হবে। উচ্চপদে কর্মরত ব্যক্তিরা কোনও সুসংবাদ পেতে পারেন। পরিবার ও বন্ধুদের সাহায্যে ব্যবসায়ে সাফল্য অর্জন করতে পারবেন এই রাশির জাতক-জাতিকা। ধনলাভের যোগ রয়েছে এই সময়। এর পাশাপাশি ভাগ্যের পূর্ণ সঙ্গ পাবেন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য গৃহলক্ষ্মী যোগ শুভ সংযোগ তৈরি করবে। আইনি মামলায় সাফল্য লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা। গাড়ি, সম্পত্তি কেনার ফলে লাভ হবে। ব্যবসায়ে সাফল্য লাভ করবে এরা। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন এই সময়। ঋণ থেকে মিলবে মুক্তি। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন এই রাশির জাতক-জাতিকারা।