বুদ্ধ পূর্ণিমাতেই বছরের প্রথম চন্দ্রগ্রহণ, ভাগ্য চমকাবে ৪ রাশির, কেরিয়ারে মিলবে দারুণ সাফল্য

আগামী শুক্রবার অর্থাৎ ৫ই মে চন্দ্রগ্রহণ হতে চলেছে। তবে বৈজ্ঞানিক ভাষায় সেটিকে পুরোপুরি চন্দ্রগ্রহণ বলা যায় না। তবে জ্যোতিষশাস্ত্রে সেই দিনটার আলাদা গুরুত্ব আছে। এবার আবার বুদ্ধ পূর্ণিমায় চন্দ্রগ্রহণ হবে। এর ফলে একাধিক রাশির জাতক-জাতিকাদের জীবনে অত্যন্ত শুভ প্রভাব পড়বে।
সিংহ রাশি
এবার চন্দ্রগ্রহণের ফলে সিংহ রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ প্রভাব পড়বে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আর্থিক দিক থেকে ভালো জায়গায় থাকবেন সিংহ রাশির জাতক-জাতিকারা। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ ফের শুরু করতে পারবেন। চাকরি এবং ব্যবসায় ভালো ফল মিলবে। ব্যবসায় বড় কোনও চুক্তি হতে পারে। কেরিয়ারের নিরিখে উন্নতি হবে।
মিথুন রাশি
এবার চন্দ্রগ্রহণের ফলে মিথুন রাশির জাতক-জাতিকারা বিশেষভাবে লাভবান হবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শুক্র এবং মঙ্গলের যুতির ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ ফেরত পাবেন মিথুন রাশির জাতক-জাতিকারা। যে মিথুন রাশির জাতক-জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা শুভ খবর পাবেন। ইন্টারভিউয়ের ডাক আসতে পারে। পরিবারের সদস্য এবং জীবনসঙ্গীর সঙ্গে সময় ভালো কাটবে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের উপর চন্দ্রগ্রহণের শুভ প্রভাব পড়বে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আত্মবিশ্বাস বাড়বে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের। চাকরিতে অনুকূল সময় কাটবে। বড় কোনও কাজে কুম্ভ রাশির জাতক-জাতিকারা দায়িত্ব পাবেন। বিনিয়োগ করলে লাভবান হবেন। হাতে টাকা আসবে।
মকর রাশি
এবার মকর রাশির জাতক-জাতিকাদের উপর চন্দ্রগ্রহণের শুভ প্রভাব পড়বে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যাঁরা চাকরি করেন, তাঁরা বেতন বৃদ্ধির খবর পাবেন। যে মকর রাশির জাতক-জাতিকারা নয়া চাকরির সন্ধানে আছেন, তাঁরা বড়সড় সুখবর পেতে পারেন। চন্দ্রগ্রহণের সময় মকর রাশির জাতক-জাতিকাদের কেরিয়ারে সাফল্যের নয়া জোয়ার আসবে। সমাজে মান-সম্মান বাড়বে।