জ্যোতিষশাস্ত্র

রাশি পরিবর্তন করছে বুধ, কেরিয়ারে ব্যাপক উন্নতি হবে ৩ রাশির, দারুণ সাফল্য মিলবে ব্যবসাতেও

জুলাই মাসে দু’বার রাশি পরিবর্তন করবে বুধ। আর মাত্র ৬ দিন পরই জুলাই মাসে বুধের প্রথম রাশি পরিবর্তন হতে চলেছে। আগামী ৮ জুলাই স্বরাশি মিথুন থেকে বেরিয়ে চন্দ্রের রাশি কর্কটে প্রবেশ করবে এই গ্রহ। যা সমস্ত জাতক-জাতিকাদের প্রভাবিত করবে। তবে বুদ্ধি, বাণী ও ব্যবসার কারক গ্রহের প্রভাবে এ সময়ে তিন রাশির জাতক-জাতিকাদের কেরিয়ারে দারুণ উন্নতি ঘটবে। জীবনে প্রচুর উন্নতি করবেন এই রাশির জাতক-জাতিকারা। আবার ব্যবসার কারক গ্রহের প্রভাবে এই তিন রাশির ব্যবসায়ীরাও দুর্দান্ত উন্নতি করবেন। 

দেখে নেওয়া যাক সেই রাশিগুলি কী কী-

কন্যা রাশি

বুধের রাশি পরিবর্তন কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ প্রমাণিত হবে। কারণ বুধ আপনার গোচর কোষ্ঠীর একাদশ স্থানে ভ্রমণ করছে। তাই এ সময়ে আপনাদের আয় অসাধারণ হারে বৃদ্ধি পাবে। আবার পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত জাতকরা ভালো ফলাফল লাভ করবেন। আকস্মিক ধন লাভ হতে পারে। পুরনো লগ্নির দ্বারা লাভান্বিত হতে পারেন এই রাশির জাতক-জাতিকা। পাশাপাশি কোনও বড়সড় ব্যবসায়িক চুক্তি হতে পারে।

মিথুন রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জন্য বুধের গোচর লাভজনক প্রমাণিত হবে। কারণ বুধ আপনার রাশির দ্বিতীয় স্থানে গোচর করছে। একে অর্থ ও বাণীর স্থান বলা হয়। আবার বুধ আপনার রাশির লগ্ন ও চতুর্থ স্থানের অধিপতি। তাই এ সময়ে আপনাদের কাজ ও ব্যবসায় সাফল্য লাভ সম্ভব। পাশাপাশি আকস্মিক ধন লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা। আপনার জন্য অর্থ লাভের নতুন যোগ তৈরি হতে চলেছে, এর দ্বারা লাভান্বিত হবেন। আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে।

মকর রাশি

আপনাদের জন্য বুধের গোচর লাভজনক প্রমাণিত হবে। কারণ বুধ আপনার রাশির সপ্তম স্থানে গোচর করছে। আবার বুধ ষষ্ঠ ও নবম স্থানে বিরাজমান। তাই আপনারা এ সময়ে আইন আদালতের মামলায় সাফল্য লাভ করতে পারেন। আবার আপনার ভাগ্যোদয় সম্ভব। অংশীদারীত্বের কাজ শুরুর পরিকল্পনা করছেন যে জাতক-জাতিকারা, তারাও করতে পারেন।

Back to top button
%d bloggers like this: