জ্যোতিষশাস্ত্র

আগামী বছর দারুণ সময় কাটবে এই ৩ রাশির, সবসময় বজায় থাকবে শনিদেবের কৃপাদৃষ্টি

হিন্দুধর্মে কর্মফলের দেবতা বলা হয় শনিদেবকে। শনির প্রভাব অশুভ বলে মনে করা হলেও, কোনও কোনও ক্ষেত্রে আবার শনির শুভ প্রভাবও থাকে। শনির অশুভ দৃষ্টিতে যেমন জীবন ছারখার হয়ে যেতে পারে, তেমনই আবার শনির শুভ দৃষ্টিতে জাতক সাফল্য চূড়ায় নিয়ে যায়। আর মাস তিনেক পরেই নতুন বছর শুরু হবে। আগামী বছরে শনিদেবের কৃপাদৃষ্টি থাকবে ৩ রাশির জাতক-জাতিকাদের উপর।

বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে শনি। আগামী বছরও এই রাশিতেই থাকবেন তিনি। ২০২৫ সালের ৩০ জুন কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গমন হবে শনির। আগামী বছরের ৩০ জুন পর্যন্ত শনি মার্গী দশায় থাকবে। এরপর এর বক্রী চলন শুরু হবে। 

দেখে নেওয়া যাক, শনির আশীর্বাদে কোন কোন রাশির ভাগ্য খোলে-

বৃষ রাশি

শনির কৃপায় আগামী বছরই নতুন চাকরি পেতে পারেন বৃষ রাশির জাতক-জাতিকারা। ২০২৪-এ উপার্জন অনেকটাই বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। তবে এই সময় অযাচিতভাবে কাউকে উপদেশ দিতে যাবেন না। দাম্পত্য জীবন আরও সুখের হবে। ব্যবসায় বিনিয়োগ করার জন্য নতুন বছরে লাভ পাবেন এই রাশির জাতক-জাতিকারা।

তুলা রাশি

শনিদেবের আশীর্বাদে আগামী বছর বেশ লাভবান হবেন তুলা রাশির জাতক-জাতিকারা। পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন এরা। নতুন কোনও কাজের উদ্যোগ নিলে তাতেও মিলবে সুফল। পরিবারের কিছু অতিরিক্ত কাজের দায়িত্ব থাকতে পারে এই রাশির জাতক-জাতিকাদের উপর। অফিসে সিনিয়রদের সাহায্য পাবেন এরা। সোনায় বিনিয়োগ করলে লাভবান হবে এই রাশির জাতক-জাতিকারা।

মিথুন রাশি

আগামী বছর শনির অশুভ দশা থেকে মুক্তি পাবেন মিথুন রাশির জাতক-জাতিকারা। শনির বক্র দৃষ্টির বদলে ২০২৪-এ শনির সোজা দৃষ্টি পড়বে এই রাশির জাতক-জাতিকাদের উপর। শনির প্রভাবে আগামী বছরে ধনী হওয়ার সুযোগ পাবেন এরা। এই সময় এই রাশির জাতক-জাতিকারা এমন কিছু মানুষের থেকে উপকার পাবেন, যাদের থেকে লাভবান হওয়ার কথা ভাবতেও পারেননি তারা। নতুন চাকরি যোগ। সমাজে মান সম্মান ও প্রতিপত্তি বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের।

Back to top button
%d