বিনোদন

‘মোহর’ ধারাবাহিকের নায়িকা সোনামণি সাহাকে কটাক্ষ জিতের, কেন এমন করলেন নায়ক?

শুরুর সময় থেকে বরাবর বেশ নাম করেছে ‘মোহর’ ধারাবাহিকটি। টিআরপির দৌড়েও বেশ কয়েকবার শীর্ষে পৌঁছেছে এই ধারাবাহিক। তবে গল্প এগোনোর সঙ্গে সঙ্গেই আবার কিছুটা পিছিয়ে পরে এই ধারাবাহিক। মাঝে দর্শকের তরফে অভিযোগও জানানো হয়েছিল এই ধারাবাহিক নিয়ে। এবার এই ধারাবাহিকের অভিনেত্রী সোনামণি সাহাকে চূড়ান্ত অপমান করলেন টলি অভিনেতা জিৎ।

সোশ্যাল মিডিয়ায় জিৎ বলেন যে তাঁর স্ত্রী ‘মোহর’ ধারাবাহিকের ভক্ত। কিন্তু সম্প্রতি, এই ধারাবাহিকে দেখানো হয়েছে যে মোহর আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছে যা খুবই খারাপ। কেন এই ধরণের সিদ্ধান্ত নিচ্ছে মোহর?

আরও পড়ুন- শুরুর আগেই দর্শকদের কটাক্ষের মুখে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘বরণ’ 

তিনি অবশ্য এও বলেছেন যে, এটা নেহাতই একটা ধারাবাহিক। কিন্তু তবুও আত্মহত্যা  সংক্রান্ত কোনও বিষয় দেখানো উচিত নয়। জিতের মতে, এই ধরণের জিনিস সমাজে খারাপ প্রভাব ফেলে। এই ধরণের ঘটনাকে কোনওভাবেই সমর্থন করা বা উস্কানো খারাপ।

আরও পড়ুন- বিয়ের পর এই জনপ্রিয় ধারাবাহিকের মাধ্যমেই ফের টেলিভিশনের পর্দায় ফিরছেন প্রমিতা 

জিতের এই পোস্টে মন্তব্য করেছেন সোনামণি। তিনি লেখেন যে তিনি নিজেও বুঝতে পারেননি যে গল্পের মোড় এমন হবে। এমন এক পরিস্থিতির মধ্যে পড়তে হবে। তবে এই কথার মধ্যে দিয়ে কোনওভাবেই সোনামণি সাহাকে অপমান করেননি। তিনি কটাক্ষ করেছেন মোহর চরিত্রটাকে। কিন্তু এসব দেখে অনেক দর্শকেরই মত যে জিৎ নাকি সোনামণিকে অপমান করেছেন।

Back to top button
%d