‘শাসকদল যেভাবে নির্বাচন বন্ধ করেছে তা অগণতান্ত্রিক’, মেডিক্যাল পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে তৃণমূলের ‘স্বৈরাচারী’ পদক্ষেপের নিন্দা করলেন অপর্ণা সেন

কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরিস্থিতির উন্নতি হয়নি। এক সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলন-অনশন করছেন মেডিক্যাল পড়ুয়ারা। তাদের পাশাপাশি অভিভাবকরাও প্রতীকী অনশনে সামিল হয়েছেন। এবার আন্দোলনকারী পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে তৃণমূলের বিরোধিতা করলেন অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন। তৃণমূল ‘স্বৈরাচারী’ পদক্ষেপের নিন্দা করলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় অপর্ণা সেন লেখেন, “আমি প্রতিবাদী পড়ুয়াদের সমর্থন জানাচ্ছি। মেডিক্যাল কলেজে যেভাবে শাসকদল নির্বাচন বন্ধ করেছে তা অগণতান্ত্রিক। তৃণমূলের স্বৈরাচারী পদক্ষেপের নিন্দা করছি”।
এর আগেও নানান বিষয় নিয়ে সরব হয়ে শাসক দলের বিরুদ্ধে মুখ খুলেছেন অপর্ণা সেন। তাঁর এহেন সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তাঁর এই পোস্টের জবাব দিয়েছেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
তিনি বলেন, “উনি মাঝে মাঝে বলেন। আজ তো আবার ফিল্ম ফেস্টিভ্যাল”। কুণাল আরও বলেন, “চন্দ্রিমা ভট্টাচার্য গিয়েছিলেন। যা বলার বলে এসেছেন। যারা ভোট চাইছেন তারা এটা ভাবুন রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে। আগামী দিনে গ্রামবাংলার বিভিন্ন জায়গায় গিয়ে এই পরিষেবা নিয়েও ভাববেন তো”? তবে অপর্ণা সেনের এই সমর্থন যেন আন্দোলনকারীদের অক্সিজেন জোগাচ্ছে। পড়ুয়াদের আর্জি, সমাজের সকল স্তরের মানুষ যাতে তাঁদের সমর্থন করেন।
বলে রাখি, শুক্রবার মেডিক্যাল পড়ুয়াদের এই আন্দোলন ন’দিনে পড়ল। গতকাল, বৃহস্পতিবার ট্রপিক্যাল মেডিসিনে গিয়েছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। তবে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন নি তিনি। তিনি জানান যে অধ্যক্ষদের সঙ্গে কথা বলে সমস্যা মেটাবেন। আন্দোলনকারীরা জানিয়েছেন যে আগামীকাল, শনিবার যদি ছাত্র সংসদের নির্বাচন ঘোষণা না হয়, তাহলে মেডিক্যালে নাগরিক কনভেনশন হবে।