বিনোদন
পথ চলা শেষ মাত্র ৮ মাসে! বন্ধ হল জনপ্রিয় সিরিয়াল ভাগ্যলক্ষ্মী

বেশকিছু সিরিয়াল চলছে দীর্ঘদিন যাবৎ আবার বেশ কিছু হঠাৎই মাঝপথেই বন্ধ। টেলিভিশনের পর্দায় এমন কিছু কিছু সিরিয়াল আছে যা দেখার জন্য মানুষের অকুলতার শেষ নেই। বাঙালি টেলিভিশন প্রিয় দর্শকরা মন প্রাণ খুলে সিরিয়ালগুলো দেখতে থাকেন সন্ধ্যে হলেই।
আর সেই সিরিয়ালের গল্পের মোড় কোনদিকে এগোবে সেই নিয়েও তাঁদের মধ্যেওয়চলে প্রচুর ভাবনা। আর বর্তমান জনপ্রিয় সিরিয়াল গুলির মধ্যে একটি উল্লেখযোগ্য সিরিয়াল হল ‘ভাগ্যলক্ষী’।
বেশ রমরামিয়েই চলছিল এই সিরিয়াল। টানটান উত্তেজনা নিয়ে এগিয়ে চলছিল গল্প। কিন্তু সম্প্রতি হটাৎই তাল কাটল। বন্ধ হয়ে গেল এই জনপ্রিয় সিরিয়ালটি। আর তাতেই মনখারাপ দর্শককুলের। মন খারাপ কলাকুশলীদেরও।
একটি মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখ, ভালোলাগা- মন্দলাগাই মূল বিষয়বস্তু ছিল সিরিয়াল ভাগ্য লক্ষ্মীর। আর তারই মাঝে প্রধান কেন্দ্র হয়ে উঠেছিল ভাগ্য স্টোর্স বলে একটি দোকান। পরে যেটির নাম হয় ভাগ্যলক্ষী স্টোস। গতকালই তার শেষ শ্যুটিং ছিল। সম্প্রতি এই সিরিয়াল শেষ হওয়ার খবরই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন-কোন খাতে বইছে নিখিল-নুসরাতের সম্পর্কের সমীকরণ? ইনস্টাগ্রামে কি বার্তা দিলেন নিখিল?! দেখে নিন
মাত্র ৮ মাসের পথচলা ছিল ভাগ্যলক্ষ্মীর। এই বিষয়ে সিরিয়ালের প্রধান অভিনেতা রাহুল মজুমদার জানিয়েছেন সিরিয়াল বন্ধের ব্যাপারে, তিনিও কিছুই জানেন না। কর্তৃপক্ষ যা ঠিক করবেন তাই মেনে নিতে হবে বলে জানান বোধি অর্থাৎ রাহুল। এছাড়া অভিনেতা ইনস্টাগ্রাম লাইভ করেও জানান তাঁদের এই হঠাৎ সফর শেষ হওয়ার কথা।
View this post on Instagram
এই ধারাবাহিকে রাহুলের বিপরীতে অভিনয় করেছেন শার্লি মোদক। স্বাভাবিক ভাবে সিরিয়াল বন্ধে মন খারাপ নায়িকারও। তিনিও ফেসবুকে তাঁদের সফর শেষ হওয়ার অন্তিম পর্বের শুটিং শেষে কেক কাটার মুহূর্ত শেয়ার করেছেন।
amader chotto r Misti journey ta Kal ses hoe galo .. mon ta kharap holeo eta to mantei hobe kono kichur ses na hole suru…
Posted by Sharly Modak on Saturday, March 13, 2021