বিনোদন

অর্ধ জন্মদিনেই উপহারের ছড়াছড়ি, কী কী উপহার পেল রাজ-শুভশ্রী পুত্র ইউভান?

সম্প্রতিই, ৬ মাস বয়স হয়েছে ইউভানের। জন্মের পর থেকেই সে একেবারে সেলিব্রটি। তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় উন্মাদনার শেষ নেই। মাঝেমধ্যেই তাঁকে নানান ছবি ও ভিডিওতে দেখা যায়, রাজ চক্রবর্তী ও শুভশ্রীও তাঁকে একেবারেই ক্যামেরার আড়ালে রাখেন না। বরং সকলের আদর, ভালোবাসা, আশীর্বাদ পেয়েই বেড়ে উঠছে ছোট্ট ইউভান।

প্রত্যেক মাসেই ইউভানের একমাস করে জন্মদিন উপলক্ষ্যে রাজ চক্রবর্তী ও শুভশ্রী নানান ছবি পোস্ট করে থাকেন। এবারেও এর অন্যথা হল না। ছেলের ৬ মাস জন্মদিন উপলক্ষ্যে মিষ্টি ছবি পোস্ট করলেন শুভশ্রী।

আরও পড়ুন- এক মাস পূর্ণ বিয়ের, শুভেচ্ছা জানিয়ে স্বামীকে চুম্বনে ভরিয়ে দিলেন মিমি 

ছবিতে ইউভানকে সাদা রঙের একটি জামা পরে থাকতে দেখা গিয়েছে। তাঁর সামনে রাখা একটি সুন্দর কেক। তাতে লেখা ‘হাফ’ অর্থাৎ এটা তাঁর হাফ বার্থডে, মানে ৬ মাসের জন্মদিন। এই পেছন থেকে তাঁকে ধরে আছে  তাঁর মা শুভশ্রী। এই ছবি পোস্ট করে শুভশ্রী লেখেন, “ভগবানের সমস্ত আশীর্বাদ একটি ছোট্ট মুখের মধ্যেই”। কেকটাও বেশ অদ্ভুত। অর্ধ জন্মদিনের জন্য অর্ধেক কেক আনেন রাজ ও শুভশ্রী।

এই অর্ধ জন্মদিনেই বেশ কিছু উপহার পেয়েছে ইউভান। প্রথমেই আসা যাক, রাজ চক্রবর্তীর উপহারে। ইউভানের জন্মদিনে তার বাবা তাঁর জন্য একটি ঘরকে সুন্দর করে সাজিয়েছেন, ঘরের থিম হল বেগুনী রং। এছাড়াও সেদিন রাজ চক্রবর্তী ১০ হাজার পথশিশুদের খাইয়েছেন। শুভশ্রী ছেলের অর্ধ জন্মদিনে তাঁকে একটি প্লাটিনামের ব্রেসলেট উপহার দিয়েছেন।

আরও পড়ুন- ‘সুহানাকে চুমু খেলে বয়ফ্রেন্ডের ঠোঁট ফাটিয়ে দেব’ হঠাৎ এমন কথা কেন বাদশাহ’র মুখে

ইউভানের জন্মদিনে শ্রাবন্তী উপহার দিয়েছেন একটি অ্যাডভানস ডক্টর সেট। অভিনেতা জিৎ উপহার দিয়েছেন একটি প্লাটিনামের চেন। দেবও ইউভানের অর্ধ জন্মদিনে তাকে শুভেচ্ছা জানান ও তাকে একটি খেলনা পিয়ানো উপহার দেন। মিমি চক্রবর্তী তাঁকে একটি অ্যাডভানস টয় হেলিকপ্টার উপহার দেন। ইউভানের অর্ধ জন্মদিনে উপহার দেন বাংলাদেশের সাকিব খানও। তিনি রাজ চক্রবর্তীর ছবিতে অভিনয় করেছেন। তিনি রাজের ছেলের অর্ধ জন্মদিনের জন্য তাঁকে একটি রিমোট কন্ট্রোল গাড়ি উপহার দেন। অঙ্কুশ উপহার দেন কিছু সফট টয়। রচনা বন্দ্যোপাধ্যায় উপহার দেন বেবি বাথ টব উপহার দিয়েছেন.

Back to top button
%d bloggers like this: