বিনোদন
বিশেষ বন্ধুর জন্মদিন জমিয়ে পালন করলেন সোহিনী সরকার! রণজয়ের জন্য ছিল বিশেষ চমক দেখে নিন-

দীর্ঘদিনের বন্ধু, প্রেমিক রনজয় বিষ্ণুর জন্মদিনটা বিশেষ ভাবে উদযাপন করলেন প্রেমিকা সোহিনী সরকার। ছিল বিশেষ চমক। নিজের সবচেয়ে কাছের মানুষটার জন্য সারপ্রাইজ পার্টির আয়োজন করেছিলেন সোহিনী। তবে এই চমক রাতের জন্য থাকলেও সকালটাও অবশ্য ম্যাড়ম্যাড়ে ছিলনা।
আরও পড়ুন- সময় পেয়েই ঘুরতে বেরিয়ে পড়লেন রচনা, গাছগাছালির মধ্যে নিজেকে মেলে ধরলেন নতুন রূপে
রণজয়ের জন্য নিজের হাতে রান্না করেছিলেন বেশ কিছু জমাটি পদ। তারপর বিকেলে সেই বিশেষ উপহার। পার্টিতে গিয়ে বেজায় খুশি হন সোহিনীর এই বিশেষ বন্ধু। ড্রেস কোড ছিল ব্ল্যাক। কালো শার্টে রণজয়, কালো ড্রেসে সোহিনী নজর কাড়েন।
আরও পড়ুন- ‘আই লাভ ইউ’ সকলের সামনেই বলে ফেললেন মধুমিতা, দিলেন চুমুও, তবে কাকে? নাম জানতে উৎসুক নেটিজেনরা
দেখে নিন সেই পার্টির কিছু ঝলক-
View this post on Instagram