সংখ্যালঘু ভোট কাটতে বিজেপি টাকা দিয়ে ওঁদের নামিয়েছে! আব্বাসের দলকে নাম না করে আক্রমণ মমতার

আরও পড়ুন- ‘নিজের পায়ে দাঁড়াতে না, আবার বাংলাকে দাঁড় করাবে কী করে’, মমতাকে বেলাগাম আক্রমণ দিলীপের
আর দু’দিন পর থেকে বাংলায় বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। তার আগেই শেষ প্রস্তুতিতে বৃহস্পতিবার পাথরপ্রতিমায় সভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বিজেপিকে তুলোধোনা করেন তিনি। তোপ দাগেন আইএসএফকে। নাম উহ্য রেখেই বলেন, “হঠাৎ করে কোথা থেকে একটা দল তৈরি হয়ে গেল। বিজেপি টাকা দিয়ে ওঁদের ভোটে নামিয়েছে। বলেছে সংখ্যালঘু ভোট কাটাতে হবে।” এরপরই বলেন, এসব করে কোনও লাভ হবে না। এদিনের সভা থেকে আমফানের ত্রাণে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো বলেন, “আমফানের দিন সারারাত আমি নবান্নে জেগেছিলাম। নবান্নটা কাঁপছিল। ভোর হতেই রাস্তায় নেমেছি। এত বড় কর্মযজ্ঞে কিছু ভুল হয়ে থাকতে পারে। কেউ হয়তো ৫০০ টাকা নিয়েছে। কিন্তু ওঁরা বলছে তৃণমূলের সবাই চোর!” এরপর মেজাজ হারিয়ে তৃণমূল নেত্রী বলেন, “আমি চোর? আমি ডাকাত? আমি খুনি? আর বিজেপি ডাকাতদের সর্দার।”
তবে তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বিনা যুদ্ধে তিনি বাংলা তুলে দেবেন না। সেইসঙ্গে চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, ভাঙা পায়েই বিজেপিকে বোল্ড আউট করবেন তিনি।