বিনোদন

দেবকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করলেন রুক্মিণী, হঠাৎ কী হল লাভ বার্ডসের?

এমনিতে দুজনকে একসঙ্গে মাঝে মধ্যেই দেখা যায়। দুজনের মধ্যেকার মিষ্টি রসায়ন বারবার নজর কেড়েছে দর্শকের। শুধু অনস্ক্রিন নয়, দেব ও রুক্মিণীর অফস্ক্রিন কেমিস্ট্রিও চোখে পড়ার মতো। রুক্মিণী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তাঁর নানান ছবিতে মুগ্ধ তাঁর অনুরাগীরা। দেবও মাঝেসাঝেই তাঁর ছবিতে কমেন্ট করে থাকেন। এবার এই ছবি নিয়েই ঘটল বিপত্তি।

সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় নিজের একটি সাদা-কালো ছবি পোস্ট করেন রুক্মিণী। ক্যাপশনে লেখেন, “তিনি সবসময় বিশ্বাস করেন যে ছায়ার ন্দরে সুন্দর কিছু একটা রয়েছে”। তাঁর এই ছবিতে সকলেই সুন্দর সুন্দর মন্তব্য করলেও বেঁকে বসেন দেব।

ছবিতে দেব মন্তব্য করেন, “কী বাজে ছবিটা…… আরও ভালো ছবি ছিল তো?” এর উত্তরে রুক্মিণী প্রশ্ন করেন, “যেমন?” এরপরই একটি ছবি পোস্ট করে ফেলেন দেব। যে ছবিতে তিনিই কেন্দ্রবিন্দু। তাঁর পেছনে রুক্মিণীকে দেখা গেলেও তাঁর ছবি বেশ ঝাপসা। এতেই বেজায় চটে যান অভিনেত্রী। রাগের চোটে মন্তব্য করেন, “ব্লক”।

দেবকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করলেন রুক্মিণী, হঠাৎ কী হল লাভ বার্ডসের? 2

রুক্মিণী যে নেহাতই মজা করে এই মন্তব্য করেছেন তা আর বলার অপেক্ষা রাখে না। এই তারকা যুগলের খুনসুটিতে মজেছে গোটা নেট দুনিয়া। বলে রাখি, দেব বর্তমানে ‘গোলন্দাজ’ ছবি পও রিয়্যালিটি শো-এর শুটিং নিয়ে ব্যস্ত। অন্যদিকে, রুক্মিণীও ইতিমধ্যেই হিন্দি ছবিতে সাক্ষর করে ফেলেছেন। হিন্দি ছবি ‘সনক’-এ বিদ্যুৎ জামালের বিপরীতে দেখা যাবে তাঁকে।

Back to top button
%d bloggers like this: