রাজ্য

বঙ্গ নির্বাচনে ঢুকল বাটলা হাউজ! রাজনীতি ছাড়বেন বলেছিলেন, তা কবে ছাড়ছেন মমতা দিদি? কটাক্ষ নাড্ডা’র

সবদিক দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘেরবার চেষ্টা করছে বিজেপি নেতৃত্ব। এবার বঙ্গ নির্বাচনে ঢুকলো দিল্লির বাটলা হাউজ এনকাউন্টার ইস্যু‌ও। আজ মঙ্গলবার বাঁকুড়ার কোতুলপুরে নির্বাচনী প্রচারে এসে এই ইস্যুতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
আর‌ও পড়ুন-মুখ্যমন্ত্রীর নামে মামলা, মমতার প্রার্থীপদ বাতিল?

তবে এবার প্রশ্ন উঠতে পারে বাটলা হাউস এনকাউন্টারের সঙ্গে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি সম্পর্ক?

প্রসঙ্গত, দিল্লির জামিয়া নগরে জঙ্গিদমনে নেমেছিল দিল্লি পুলিশ। যার পোশাকি নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন বাটলা হাউস’। সেই অভিযানেই খতম হয়েছিল ইন্ডিয়ান মুজাহিদিনের দুই জঙ্গি আরিফ আমিন এবং মহম্মদ সাজিদ। জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল মহম্মদ সইফ এবং জিশানকে। জঙ্গিদের হাতে খুন হন দিল্লি পুলিশ ইন্সপেক্টর তথা এনকাউন্টার স্পেশ্যালিস্ট মোহন চাঁদ শর্মা। অভিযুক্ত আরিজ খান ছিল পলাতক। ঘটনায় বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দাদেরও গ্রেপ্তার করা হয়েছিল। উত্তাল হয়েছিল রাজধানী।

এরপর গতকাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক আরিজ খানকে ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। বিরলের মধ্যে বিরলতম ঘটনা বলে অ্যাখ্যা দিয়েছেন বিচারকরা। নিহত পুলিশ ইনস্পেক্টর মোহন চাঁদ শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত ‘ইন্ডিয়ান মুজাহিদিন’-এর জঙ্গি আরিজ খানকে মৃত্যুর শাস্তি দেওয়া হয়েছে। সোমবার এই সাজা ঘোষণার পর মঙ্গলবারই এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

বাটলা হাউস শুটআউটে পুলিশ ইন্সপেক্টর হত্যাকাণ্ডে অভিযুক্ত আরিজ খানের প্রসঙ্গ টেনে তাঁর কটাক্ষ, ”মমতাদিদি বলেছিলেন, বাটলা হাউসে ফেক এনকাউন্টার হলে উনি রাজনীতি ছেড়ে দেবেন। ওই ঘটনায় আরিজ খানকে তো ফাঁসির সাজা দিয়েছে আদালত। এখন কবে উনি রাজনীতি ছাড়বেন?” এদিনের সভা থেকে নাড্ডা ফের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিদায়ের বার্তা দিয়েছেন তিনি।

এদিন বাঁকুড়ার কোতুলপুর থেকে ‘সম্মান যাত্রা’র উদ্বোধন করেন তিনি। সেই জনসভা থেকেই তৃণমূল সুপ্রিমোর উদ্দেশে কটাক্ষ করে বলেন, ‘‘উনি বাটলা হাউসে ফেক এনকাউন্টারের কথা বলেছিলেন, রাজনীতি ছেড়ে দেবেন বলেছিলেন। মমতাদিদি, কবে আপনি রাজনীতি ছাড়ছেন?”

এক‌ই সঙ্গে এদিন নাড্ডা, বাঁকুড়ার কোতুলপুরের সভা থেকে অনগ্রসর শ্রেণির হিন্দুদের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। আশ্বাসের সুরে জানিয়েছেন, তিলি, মাহিষ্যদের এবার থেকে OBC তালিকায় আনা হবে।

Back to top button
%d