বিনোদন

দ্বিতীয় সন্তান জন্মানোর পর প্রথম শুটিং বেবোর, মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফের শুটিং ফ্লোরে করিনা

ফেব্রুয়ারিতেই তাঁর জীবনে এসেছে নতুন অতিথি। দ্বিতীয়বার মা হয়েছে করিনা। দ্বিতীয় পুত্রসন্তানের জন্য কিছুদিন শুটিং থেকে দূরে ছিলেন তিনি। কিন্তু কাজ কী আর পিছু ছাড়ে? সন্তান জন্মের একমাসের মাথাতেই ফের শুটিংয়ে ফিরলেন বেবো।

আজ, সোমবার থেকেই শুটিং শুরু করলেন তিনি। এদিন সকাল সকাল শুটিং-এর জন্য পাপারাৎজির ক্যামেরাবন্দি হন করিনা। এদিন করিনাকে দেখা গেল হালকা আকাশি রঙের পোশাকে ও পায়ে হিল জুতো পরে। করিনার সঙ্গে দেখা গেল তাঁর গোটা টিমকেও।

দ্বিতীয় সন্তান জন্মানোর পর প্রথম শুটিং বেবোর, মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফের শুটিং ফ্লোরে করিনা 2

আরও পড়ুন- মা-মেয়ের অসাধারণ যুগলবন্দী, ছোট্ট খুদের গলায় শিবের গান শুনে উচ্ছ্বসিত নেটবাসী 

জানা গিয়েছে, একটি রান্নার শো-এর শুটিং করবেন করিনা। সূত্রের খবর অনুযায়ী, রান্নার শো-এর কথা শুনেই মনে ধরে করিনার। এই রান্নার শো-তে সিনেমা ও খেলা জগতের নানান তারকারা এসে রান্না ক্রবীন। তাদের গাইড করবেন মাস্টারশেফরা। তবে করোনা পরিস্থিতির কথা মাথা রেখে গোটা স্টুডিওতে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়েছে।

দ্বিতীয় সন্তান জন্মানোর পর প্রথম শুটিং বেবোর, মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফের শুটিং ফ্লোরে করিনা 3

দেখতে দেখতে একমাস পূর্ণ করল সইফ-করিনার দ্বিতীয় সন্তান। জন্মের এক মাসের মাথায় ছেলের ছবি প্রকাশ্যে আনেন সইফিনা। গত ২১ ফেব্রুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে দ্বিতীয়বার মা হন বেবো। সইফিনা পুত্রের একমাস পূর্তিতে পিসি সোহা আলি খান সোশ্যাল মিডিয়ায় পুচকের নতুন ছবি পোস্ট করেন। এই ছবিতে দেখা মিলেছে সইফ আলি খানেরও। প্রথমবার সইফের সঙ্গে গেছে তাঁর ছোট রাজপুত্রকে। ছবি পোস্ট করলেও তাঁর মুখ কিন্তু আড়ালেই রেখেছেন সোহা।

চতুর্থবার বাবা হওয়া সইফ মার্চ মাস অবধি পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন। ২৫শে মার্চের পর ওম রাউতের আদিপুরুষের শ্যুটিংয়ে যোগ দেবেন তারকা। তাঁর প্রথম স্ত্রী অমৃতার সঙ্গে দুই সন্তান রয়েছেন তারকা। অভিনেতার বড় মেয়ে সারার বয়স ২৫, অন্যদিকে ইব্রাহিম পা দিয়েছেন ২০-তে। এদিকে খুদে তৈমুর পা রেখেছে চারে।

Back to top button
%d bloggers like this: