সদ্যই খেয়েছেন ন’মাসের সাধ, মেয়ের সঙ্গে ছবি শেয়ার করলেন মধুবনী

তাঁকে বেশীরভাগ লোকই তোড়া নামেই বেশি চেনেন। ‘ভালোবাসা ডট কম’ ধারাবাহিকে ওম চরিত্রের বিপরীতে অভিনয় করেন তিনি। সেখান থেকেই ওম ওরফে রাজা গোস্বামীর সঙ্গে সম্পর্ক তৈরি হয় তাঁর। সেই সম্পর্ক গড়ায় বিয়ে পর্যন্ত। এখন মধুবনী ও রাজা মা-বাবা হতে চলেছেন। গত নভেম্বর মাসেই সেকথা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন মধুবনী।
এবার নিজের অনস্ক্রিন মেয়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অভিনেত্রী। হাতড়ালেন নস্টালজিয়া। ফিরে গেলেন জনপ্রিয় ধারাবাহিক ‘সাত ভাই চম্পা’-র সেটে। এই ধারাবাহিকে মধুবনীর চরিত্রের নাম ছিল রুক্মিণী। তাঁর অনস্ক্রিন মেয়ে হয়েছিল ছোট্ট সুধা। অভিনয় করতে করতে তাঁর সঙ্গে স্বাভাবিকভাবেই মধুবনীর মাতৃত্বের বন্ডিং তৈরি হয়। রিয়েল লাইফেও মা হতে চলেছেন তিনি। তাই হয়ত নিজের অনস্ক্রিন মেয়ের কথা আরও বেশি করে মনে পড়ছে মধুবনীর। ছবি পোস্ট করে তিনি ক্যাপশন দেন, “সাত ভাই চম্পার সেটে, আমার মিষ্টি কন্যার সঙ্গে”।
View this post on Instagram
আরও পড়ুন- সুতোয় বাঁধা অন্তর্বাস পরেই নাচে মাতলেন উত্তমকুমারের নাতবউ দেবলীনা, সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়
সম্প্রতি, ৯ মাসের সাধ খেয়েছেন মধুবনী। সেই সমস্ত ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। এদিন সাধের অনুষ্ঠানের জন্য মধুবনী পরেছিলেন লাল রঙের শাড়ি ও সঙ্গে সোনার গয়না। সিঁথিতে ছিল চওড়া সিঁদুর ও কপালে লাল টিপ। এদিন সাধে নানা রকমের খাবারে ছড়ানো ছিল টেবিলে। ইলিশ থেকে শুরু তোপসে, সবই ছিল মধুবনীর জন্য।
View this post on Instagram
আরও পড়ুন- দ্বিতীয় সন্তান জন্মানোর পর প্রথম শুটিং বেবোর, মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফের শুটিং ফ্লোরে করিনা
এদিনের ছবি পোস্ট করে মধুবনী লেখেন, “আজ আমার ৯ মাসের সাধ হল। আমার মামুনির হাতের পায়েসের কোনও জবাব নেই। দই ইলিশের কথা তো ছেড়েই দিলাম। এরকম দই ইলিশ গোটা কলকাতায় আর কেউ বানাতে পারে কী না সন্দেহ আছে। আর তোপসের ফ্রাই আর কিং সাইজ গলদা চিংড়ি সত্যি কথা বলতে কি, একটা একটা খেয়ে পোষায় না জাস্ট। বেশ গোটা পাঁচেক খেলে তবে ঠিক আছে। দুপুরের খাওয়াটা জমিয়ে হয়েছে”। নিজের সাত মাস ও পাঁচ মাসের সাধ খাওয়ার ছবিও শেয়ার করেছিলেন মধুবনী।