বিনোদন

বুড়িয়ে গিয়েছেন মালাইকা! রানু মন্ডলের সঙ্গে তুলনা টেনে নোংরা আক্রমন অর্জুনের প্রিয়তমাকে

তিনি মালাইকাা অরোরা খান। পুরুষের মনে ঝড় তুলতে এই নামটাই যথেষ্ট। আরবাজ খানের পত্নী এখন অর্জুন কাপুরের প্রেমিকা।

<p>এদিন মালাইকার মুখের মেকআপ বেশ নজরে আসে। পাশাপাশি ত্বক্রে ভাঁজও চোখে পড়ে। তারওপর চরা মেকআপ।&nbsp;</p>
বয়সে অনেক ছোট এই অভিনেতার সঙ্গে প্রেম করার জন্য মাঝেমধ্যেই নোংরা ট্রোলের শিকার হন তিনি। তবুও সেই সবকে থোড়াই কেয়ার করেন মালাইকা।
তবে কিছুক্ষেত্রে সেই নোংরামি মাত্রা ছাড়ায়। মালাইকা এমনিতেই পার্ফেক্ট, ফিটনেস হোক বা লুক। ৪০ বছর বয়সেও তাঁর ফিটনেস নজর কাড়ে।
<p>তবে ভক্তমহল যেমন প্রশংসার অপেক্ষায় থাকে, তেমনই ট্রোলাররা একটা সুযোগের অপেক্ষা করে।&nbsp;</p>
তবে সুযোগ পেলে ট্রোলারদের মুখ বন্ধ রাখা বেজায় কঠিন। তবে ভক্তমহল যেমন প্রশংসার অপেক্ষায় থাকে, তেমনই ট্রোলাররা একটা সুযোগের অপেক্ষা করে।
সামান্য কিছুতে ব্যালান্সের অভাব হওয়া মানেই ট্রোলারদের হাতে অস্ত্র তুলে দেওয়া। তেমনই এক কাণ্ড এবার ঘটিয়ে বসলেন অর্জুনের প্রিয়তমা।
সম্প্রতি একটি ছবি শেয়ার করেছিলেন তিনি নেট দুনিয়াায়। যা দেখে যথারীতি খুশিতে মেতেছিল ভক্তমহল।
তবে সেই ছবি নজর এড়ায়নি ট্রোলারদের। বেজায় বুড়িয়ে গিয়েছেন মালাইকা। মুখে পড়েছে বয়সের ছাপ। তাই নাকি তাঁকে রানু মন্ডলের মতো লাগছে।
<p>তবে ট্রোলারদের আবিষ্কার। বেজায় বুরিয়ে গিয়েছেন মালাইকা। মুখে পড়েছে বয়সের ছাপ। তাইকি রানুর মত অবস্থা!&nbsp;</p>
এদিন মালাইকার মুখের মেকআপ বেশ নজরে আসে। পাশাপাশি ত্বক্রে ভাঁজও চোখে পড়ে। আর তা‌ ঢাকতেই মুখের উপরে পুরু মেক আপের প্রলেপ।

এতেই সুযোগ পেল ট্রোলাররা। কেউ তাঁকে আন্টি বলে ট্রোল করল, কেউ আবার রানু মন্ডলের মেকআপ ট্রোল প্রসঙ্গ তুলে তোপ দাগল।
<p>কড়া ডায়েট থেকে শুরু করে ফিটনেস ফান্ডা, দুই এক কথায় বলতে গেলে মালাইকার নোখ দর্পনে।&nbsp;</p>

তবে এই ট্রোল যে মালাইকার মনে খুব একটা প্রভাব বিস্তার করবে না, তা বলা বাহুল্য!
Back to top button
%d bloggers like this: