কৌশিকী মুখার্জিকে বাঁচাতে জ্যাস স্যানাল রূপে জগদ্ধাত্রী! সাংভির বিয়েতেই জগদ্ধাত্রীর আসল পরিচয় হবে ফাঁস! নববর্ষের চমক দেখতে উৎসাহী দর্শক

বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল জি বাংলার :জগদ্ধাত্রী’। এই ধারাবাহিক শুরু হয়েছে একেবারে অন্য ধরনের গল্প নিয়ে। পারিবারিক ঝামেলা থেকে দূরে ডিটেকটিভ ধর্মী গল্প দেখানো হয় এখানে। প্রসঙ্গত এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী অঙ্কিতা মল্লিক এবং অভিনেতা সৌম্যদীপ মুখার্জিকে।
নায়িকা জগদ্ধাত্রী এবং নায়ক স্বয়ম্ভু দুজনেই স্পেশাল ফোর্স পুলিশ অফিসার কিন্তু জগদ্ধাত্রী সকলের সামনে এতদিন ধরে লুকিয়ে রেখেছে যে সে অফিসার জ্যাস সান্যাল। কিন্তু এবার সেই সত্য সকলের সামনে এলো যা দেখে অত্যন্ত খুশি এবং আগ্রহী দর্শকরা।
আজই জগদ্ধাত্রী ধারাবাহিক এবং জি বাংলার পক্ষ থেকে নববর্ষের নতুন চমক হিসাবে জগদ্ধাত্রীর একটি নতুন প্রোমো সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে কৌশিকী মুখার্জীকে বাঁচাতে সকলের সামনে নিজের আসল রূপে বেরিয়ে এসেছে জগদ্ধাত্রী আর যা দেখে প্রত্যেকেই হতভম্ব।
নতুন প্রোমোতে দেখা যাচ্ছে সাংভির বিয়ে উপলক্ষে পুরো মুখার্জি পরিবার আনন্দ করছে। আর তখনই বৈদেহী মুখার্জী হঠাৎ লক্ষ্য করেন যারা সাংভির পিড়ে ধরে রয়েছে তারা কেউ চেনা নয়। তারপরেই পিড়ের নিচে থেকে প্রত্যেকে রিভলবার বার করে কৌশিকী মুখার্জির দিকে তাক করে। তখনই কৌশিকী মুখার্জিকে বাঁচাতে নিজের রিভলবার হাতে প্রত্যেক গুন্ডাদের দিকে তাক করতে শুরু করে।
তারপরেই সকলে জগদ্ধাত্রীকে এই রূপে দেখে চমকে ওঠে। এতদিন ধরে যাদের অনুমান ছিল যে জগদ্ধাত্রী জ্যাস সান্যাল কিন্তু সেই অনুমান আজকে সঠিক হয়ে গেল। এই বিশেষ পর্ব যেদিন সম্প্রচার হবে সেই দিনের জন্য অপেক্ষায় রয়েছে জগদ্ধাত্রী ভক্তরা। এতদিন ধরে যারা জগদ্ধাত্রীকে খারাপ খারাপ কথা বলেছে তাদের পরবর্তী দিনে জগদ্ধাত্রীর সাথে ব্যবহার কেমন হয় সেটাই দেখার।