বিনোদন

পুরো নাচা গানা, চটুল ভঙ্গি ভরা আইটেম সং হলেও পুরুষতন্ত্রকে খোঁচা দিয়েছে পুষ্পার বিখ্যাত গান উ আন্টাভা! কীভাবে জানতে পড়ুন…

যে কোনো বাণিজ্যিক সিনেমার সাফল্যের মূল চাবিকাঠি রয়েছে আইটেম সংয়ে। খোলামেলা পোশাকে শরীর প্রদর্শন করেই তরুণ হৃদয়ে ঝড় তোলেন সেই অপ্সরারা। বলিউডে আইটেম সং বিশেষ প্রাধান্য পায়। কিন্তু কখনও ভেবেছেন যে এই আইটেম সং দিয়েই তথাকথিত পুরুষতান্ত্রিক ভাবনাকে আঘাত করতে পারে? এমনটা করে দেখিয়েছে পুষ্পা সিনেমা।

তামিল সিনেমা হলেও বলিউডে একইভাবে জনপ্রিয় হয়েছে পুষ্পা সিনেমাটি। যেমন হিট হয়েছে সিনেমা তেমন হিট এর গানগুলি। এর মধ্যেই অন্যতম আইটেম সং হলো অন্তভা। নাচ করেছেন দক্ষিণী নায়িকা সামান্থা রুথ প্রভু। ভারতের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র এই গানের চর্চা।

সামান্থার পোশাক গতানুগতিক আইটেম ড্যান্সারদের মতো হলেও এর প্রতিটা শব্দ পুরুষতন্ত্রকে শিক্ষা দিয়েছে চোখে আঙ্গুল দিয়ে। যে কোনও আইটেম সংয়ের মূল ভাবনা হলো নারী শরীরকে পণ্য করে তোলা। কিন্তু এই নায়িকার গানের কথাগুলো তেমন নয়। চন্দ্রবোস তেলেগু এই গানের কথা লিখেছেন। সেখানে বলা হয়েছে শাড়ি হোক বা স্কার্ট মেয়েদের দিকে খারাপ নজরে তাকায় পুরুষরা। পোশাক বড়ো কথা নয়। তারপরই এসেছে গায়ের রঙের প্রসঙ্গ। ফর্সা হলেই ছেলেরা আকৃষ্ট হয়। কিন্তু রঙে কী বা আসে যায়?

শারীরিক গঠন নিয়েও প্রশ্ন করা হয়েছে। মোটা বা রোগা সব মেয়েকেই পুরুষদের লালসা ও রাগের মুখে পড়তে হয়। নারীশক্তির জয়গান গেয়ে কোনও আইটেম সং তৈরি করা যায় এমনটা আগে কেউই ভাবেনি।

Back to top button
%d bloggers like this: