বিয়ের পর এই জনপ্রিয় ধারাবাহিকের মাধ্যমেই ফের টেলিভিশনের পর্দায় ফিরছেন প্রমিতা

তাঁর নাম প্রমিতা চক্রবর্তী হলেও তাঁকে বেশিরভাগ মানুষই ‘সাত ভাই চম্পা’র পারুল বা ‘বধূবরণ’-এর কনক নামেই চেনে। বেশ কিছুদিন হল প্রমিতাকে ছোটো পর্দায় দেখা যাচ্ছে না। শেষ তাঁকে দেখা যায় স্টার জলসার ধারাবাহিক ‘এখানে আকাশ নীল’এর ডঃ ঝিনুকের চরিত্রে।
টেলিভিশনের পর্দায় দেখা না গেলেও ফ্যানবেস কীভাবে ধরে রাখতে হয়, তা প্রমিতা ভালোভাবেই জানেন। অভিনয়ের মাধ্যমে না হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি নিজের অনুরাগীদের সঙ্গে যুক্ত থাকেন। তবে দর্শকের প্রতীক্ষার এবার অবসান ঘটবে। ফের নতুন ভাবে নতুন রূপে অভিনয়ে ফিরছেন প্রমিতা।
আরও পড়ুন- দোলের দিনই ভালোবাসার রং লাগতে চলেছে সিড ও মিঠাইয়ের জীবনে, এক হয়ে যাবে কী দুই মন?
জানা গিয়েছে, জনপ্রিয় ধারাবাহিক ‘রানী রাসমনি’-র মধ্যে দিয়ে ফের টেলিভিশনের পর্দায় ফিরবেন প্রমিতা। যথাসম্ভব মানদার মেয়ে অন্নদার চরিত্রেই দেখা যাবে তাঁকে। আর দু-একদিনের মধ্যেই তাঁকে ‘রানী রাসমনি’ ধারাবাহিকে দেখা মিলবে প্রমিতার। একথা জানতে পেরে বেশ উচ্ছ্বসিত প্রমিতার অনুরাগীরা।
বলে রাখি, গত ১৪ই ফেব্রুয়ারী রুদ্রজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে আইনি বিয়ে সেরেছেন প্রমিতা। ‘সাত ভাই চম্পা’ সেট থেকেই পরিচয় প্রমিতা ও রুদ্রজিৎ-এর। সেখান থেকেই সম্পর্ক গড়ায় ঘনিষ্ঠতায়। শেষে বিয়ের সিদ্ধান্ত নেন তারা। আইনি বিয়ে সারলেও সামাজিক বিয়ে কবে করবেন এই জুটি, তা এখনও জানা যায়নি। রুদ্রজিৎ বর্তমানে জি বাংলার ধারাবাহিক ‘জীবন সাথী’-তে অভিনয় করছেন।