সিমলায় ঠাণ্ডার মধ্যেই অন্তরঙ্গ মুহূর্ত কাটালেন রাহুল ও প্রীতি, শেয়ার করলেন ছবি

এই কিছুদিন আগেই নিজেদের প্রথম বিবাহবার্ষিকী পালন করেছেন রাহুল ও প্রীতি। এরপরই দুজনে বেরিয়ে পড়লেন ছুটি কাটাতে। রাহুলের অভিনীত ধারাবাহিক ‘ভাগ্যলক্ষ্মী’-র শুটিংও শেষ। তাই কাজের চাপও কম। এই সুযোগকেই কাজে লাগালেন তারকা দম্পতি। বেরিয়ে পড়লেন সিমলার উদ্দেশ্যে।
View this post on Instagram
সিমলায় গিয়ে ঠাণ্ডার মধ্যে কাবু প্রীতি। তাই তাঁকে আরও টেনে নিলেন রাহুল। তাদের সেই অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ারও করেছেন তারা সোশ্যাল মিডিয়ায়। হোটেল রুমের ভেতরে ও হোটেলের বাইরের দৃশ্যও নিজেদের অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন রাহুল ও প্রীতি।
View this post on Instagram
View this post on Instagram
আরও পড়ুন- বিচ্ছেদের পরও অঙ্কিতার বাড়ির দেওয়ালে সুশান্তের ছবি, কেন? নিজেই জানালেন অভিনেত্রী
শুধু তাই-ই নয়, সিমলার নানান প্রাকৃতিক দৃশ্যও তুলে ধরেছেন রাহুল ও প্রীতি। একটি ভিডিওতে দেখা গিয়েছে, বেশ সুন্দর একটা পাহাড়ের দৃশ্য দেখানোর চেষ্টা করেছেন প্রীতি, কিন্তু মেঘে ঢাকা থাকায় তা বিশেষ স্পষ্ট নয়। প্রচণ্ড ঠাণ্ডা হাওার মধ্যে প্রীতির কণ্ঠস্বরও ক্ষীণ শোনা গেল।
View this post on Instagram
এমনিতে এই দম্পতিকে বেশ হাসিমজা করতেই দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। দুজনেই বেশ সক্রিয় সোশ্যাল মিডিয়ায়। জীবনের যে কোনওরকম মুহূর্ত সবসময় নিজের অনুরাগীদের সঙ্গে ভাগ নেন তারা। এবার তাদের ঘুরতে যাওয়ার এই সুন্দর মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।