রাজ্য

WB Election 2021: মমতাকে ব্ল্যাকমেল করেছেন অনুব্রত, তথ্য ফাঁস করলেন ফিরহাদ

বীরভূমের মাথা তিনিই, সেখানকার বিধায়ক থেকে শুরু করে জেলার মন্ত্রী, সবাই নাকি তাঁর হাতের পুতুল। এতদিন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের সম্পর্কে এমন মত পোষণ করে এসেছে বিরোধী পক্ষ। কিন্তু এবার অনুব্রত সম্পর্কে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন তাঁরই দলের মন্ত্রী ফিরহাদ হাকিম।

ফিরহাদের কথায়, নলহাটির বিদায়ী বিধায়ক মইনুদ্দিন শামসকে ভোটের প্রার্থী না করার পিছনে কারণ অনুব্রত মণ্ডল। তিনিই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্ল্যাকমেল করেন যাতে মইনুদ্দিনকে টিকিট না দেওয়া হয়।

আরও পড়ুন- ক্ষমতায় এলে কে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, জানিয়ে দিলেন অমিত শাহ

গত সোমবার কলকাতা বন্দরে সভা করেন ফিরহাদ হাকিম। সেই সভাতেই তিনি বলেন যে যখন প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছিল, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই বসেছিলেন, মইনুদ্দিনের নাম ঘোষণা না হওয়ায় তিনি খানিকটা অবাক হন। দলনেত্রীকে জিজ্ঞাসা করতে তিনি বলেন যে অনুব্রত নাকি তাঁকে ব্ল্যাকমেল করেছে। জোর করে মইনুদ্দিনের নাম কাত্যে অন্য নাম ঢুকিয়েছে। ফিরহাদের এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যার জেরে বেশ অস্বস্তিতে পড়েছে শাসকদল।

তবে প্রশ্ন হচ্ছে, দলনেত্রীকে একজন জেলা সভাপতি ব্ল্যাকমেল করছে, আর সেটা তিনি মুখ বুজে মেনে নিলেন কেন? আসলে কানাঘুষো শোনা গিয়েছিল, অনুব্রত মণ্ডলের ডাক এসেছিল গেরুয়া শিবির থেকে। অনেকেরই ধারণা সেই চাপের মুখে পরেই অনুব্রতর কথায় রাজী হন মমতা।

তবে এই বিষয়ে অনুব্রতর জবাব, “আমি কোনও ব্ল্যাকমেল করিনি। আমি বলেছিলাম মইনকে জেতাতে পারব না। ওঁকে মানুষ চায় না”।

Back to top button
%d