বিনোদন

আম্বানির স্ত্রীর সঙ্গেও ভালোবাসার সম্পর্ক ছিল সঞ্জু বাবা’র! বিয়ে পর্যন্ত গড়ায় সেই প্রেম, তবে তাঁরা পিছিয়ে এলেন কেন?

সঞ্জু বাবাকে চেনেন না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল বলিউডের অন্যতম বিতর্কিত অভিনেতা হলেন সঞ্জয় দত্ত ওরফে সঞ্জু বাবা। বেআইনি অস্ত্র রাখা থেকে তাঁর জীবনে প্রেম, সবেতেই বিতর্ক হয়েছে। বলিউডের একাধিক নামি অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক জড়িয়ে ছিলেন সঞ্জয় দত্ত। একথা তিনি নিজেই স্বীকার করেছেন।

সম্প্রতি শোনা যাচ্ছে দেশের শিল্পপতি আম্বানির পত্নী টিনা আম্বানির সঙ্গেও সম্পর্কে জড়িয়ে ছিলেন সঞ্জু বাবা। একটা সময় আম্বানী পরিবারের পুত্রবধূ টিনা আম্বানির জন্য পাগল ছিলেন সঞ্জয় দত্ত। টিনাও সঞ্জুতেই মজে ছিলেন। বলে রাখা দরকার, টিনা আম্বানি একসময় বলিউডের অভিনেত্রী ছিলেন। কাজ করেছেন একাধিক প্রবীণ অভিনেতদের সঙ্গে। এমনকি সঞ্জয় দত্তের সঙ্গেও তিনি কাজ করেছিলেন।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তাঁদের প্রেম বিয়ে অবধিও পৌঁছে গেছিলো। কিন্তু সঞ্জয় দত্তের বেশ কিছু বদ অভ্যাস পরবর্তীতে জানতে পারায় টিনা সেই বিয়েতে না করে দেয়। এরপর টিনা বিখ্যাত ব্যবসায়ী অনিল আম্বানির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং সংসার করতে শুরু করেন।

এদিকে সঞ্জু বাবাও তাঁর তৃতীয় স্ত্রীর সঙ্গে সংসার শুরু করেন। তাঁরা একে অপরের থেকে বহু দূরে চলে যান । উল্লেখ্য, দু’জনেই তাঁদের এই সম্পর্কের সম্বন্ধে মিডিয়াতে কখনও মুখ খোলেননি।

Back to top button
%d bloggers like this: