বিনোদন

চোখে-মুখে বিরক্তির ছাপ স্পষ্ট, তবে কী লোক দেখাতেই সুশান্তের মৃত্যুবার্ষিকীতে তাঁর সঙ্গে ছবি পোস্ট সারার?

সুশান্তের মৃত্যুর এক বছর পূর্ণ হল আজ। গত বছর ১৪ই জুন তারিখেই অভিনেতার মুম্বইয়ের ফ্ল্যাটে উদ্ধার হয় তাঁর নিথর দেহ। তাঁর মৃত্যু রহস্য আজও অধরা। সুশান্তের মৃত্যুর পর অনেক বলি তারকাকেই নানান কারণে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এর মধ্যে ছিলেন সারা আলি খানও।

২০১৮ সালে মুক্তি পায় সারা ও সুশান্তের ছবি ‘কেদারনাথ’। শোনা যায় এরপর থেকেই সম্পর্কে ছিলেন তারা। এমনকি, ২০১৮ সালে ব্যাংককে একটি বয়েজ ট্রিপে সুশান্তের সঙ্গে যান সারাও। এই ট্রিপে সুশান্তের সঙ্গে ছিলেন আরও পাঁচজন। ছয় ছেলের মধ্যে একাই মেয়ে ছিলেন সারা।

আরও পড়ুন- দীর্ঘ ঝড় ঝাপ্টা পেরিয়ে অবশেষে চার হাত এক হল রাজা-মাম্পির!

শোনা যায়, সুশান্তের সঙ্গে এই ট্রিপে যাওয়ার জন্য নিজের নামও পাল্টান সারা যাতে মিডিয়া খবর না পায়। সেই ট্রিপে যারা গিয়েছিলেন তাদের মধ্যে একজন সিবিআইয়ের জেরায় স্বীকার করেছেন যে তারা ব্যাংককে গিয়ে সী-বিচে ঘুরতে গেলেও, সারা ও সুশান্ত দু-তিনদিন হোটেল রুম থেকে বেরোন নি। এও জানা যায়, সেখান থেকে ফেরার কিছুদিনের মধ্যেই সম্পর্ক ভাঙে সারা ও সুশান্তের।

সিবিআইয়ের জেরায় সুশান্তের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নিলেও সারা জানান যে সুশান্ত এই সম্পর্কে বিশ্বাসযোগ্য ছিলেন না। তবে কী কারণে তাদের সম্পর্ক ভাঙে, তা তিনি জানান নি। তবে অনুমান বলছে, সেই সময় থেকেই রিয়া চক্রবর্তীকে ডেট করা শুরু করেন সুশান্ত। ফলে অনেকেরই ধারণা, রিয়ার কারণেই সুশান্ত ও সারার মধ্যে দুরত্ব তৈরি হয়।

আবার অনেকের মতে, সারার সৎ মা করিনা কাপুরের জন্যই ভাঙন ধরে সারা ও সুশান্তের সম্পর্কে। আসলে, অতীতে একটি টক শো-তে করিনা একবার বলেছিলেন, সারার প্রথম ছবির হিরোকে তাঁর ডেট করা উচিত নয়। আর সারার প্রথম ছবির হিরো ছিলেন সুশান্ত সিং রাজপুত।

তবে, সম্পর্ক যে কারণেই ভাঙুক না কেন, সুশান্তের মৃত্যুবার্ষিকীতে তাঁর সঙ্গে একটি ছবি পোস্ট করে বেশ আবেগঘন কিছু কথা লেখেন সারা। জানান, সুশান্তই তাঁকে অভিনয় শিখিয়েছেন। এমনও বলেন, তিনি এখনও যখন তারা, চাঁদ, সূর্যের দিকে তাকান, তাঁর মনে হয় সুশান্ত সেখানেই রয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Sara Ali Khan (@saraalikhan95)

আরও পড়ুন- স্মরণে সুশান্ত! অভিনেতার এক বছরের মৃত্যুবার্ষিকীতে তাঁর বন্ধুদের সঙ্গে ফিরে দেখা কিছু মুহূর্ত

তবে এই পোস্টকে বিশেষ ভালো চোখে দেখেননি সুশান্তের অনুরাগীরা। তাদের মতে, সুশান্ত যখন বেঁচেছিলেন, তখন সারা তাঁকে পাত্তা দেন নি। আর এখন লোক দেখাতেই স্রেফ এই ছবি পোস্ট করেছেন তিনি।

Back to top button
%d bloggers like this: