জয় হল গেরুয়া বাহিনীরই! তুমুল বিতর্কে জড়াতেই দীপিকার শ’রী’র থেকে খুলে নেওয়া হল ‘গেরুয়া’ বি’কি’নি

সেন্সর বোর্ডের চেয়ারপার্সন প্রসূন যোশীও ছাড় দিয়েই দিয়েছিলেন। কিন্তু শেষ সময় বেঁকে বসল খোদ যশরাজ ফিল্মস। সেই কারণে ‘পাঠান’ ছবির ‘বেশরম রঙ’ গান থেকে চরম বিতর্কিত দৃশ্যতে পড়তে চলেছে কাঁচি। গানের মূল আকর্ষণ দীপিকা পাডুকোনের গেরুয়া বি’কি’নি। সেই বি’কি’নি নিয়েই অশ্লীলতার অভিযোগ এনে গোটা দেশে তুমুল বিতর্ক শুরু হয়।
প্রসূন যোশী বলেছিলেন যে গানের বাকি অংশের মতো এই অংশটুকুও থাক। কিন্তু শেষ পর্যন্ত আপত্তি জানাল খোদ প্রযোজনা সংস্থাই। যশরাজ ফিল্মসের কথায়, এই অংশটি যদি রেখে দেওয়া হয়, তাহলে ছবি মুক্তির পর বিতর্ক আরও বাড়বে বৈ কমবে না। সেই কারণেই গান থেকে এই দৃশ্য কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে আবার কিছু সমালোচকদের দাবী, ছবিতে এই গান থাকা আর না থাকা সমান। ছবির গতি বাড়াতে এই গান কোনওভাবেই সাহায্য করবে না। তবে হ্যাঁ, এই গানের জন্য দর্শক আরও বেশি করে ছবিটি দেখতে আসবে।
এর পাশাপাশি বিহারের এক ছবির সমালোচকের দাবী, এই গানটি যদি ছবি থেকে সরানো হয়, তাহলে বিহারের মানুষ হয়ত ‘পাঠান’ ছবিটাই দেখবেন না। তাঁর যুক্তি, অকারণে কোনও বিতর্ক টেনে ছবিটার ক্ষতি করার কোনও মানেই হয় না। আর নির্লজ্জতার কারণটাই বা কী, তাও বুঝতে পারছেন না তিনি।
‘পাঠান’ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন পহেলাজ নিহালনিও। গতকাল, শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে মন্ত্রকের চাপের জেরেই ‘বেশরম রঙ’ গানে কাঁচি পড়েছে। তা না হলে একটা রঙ নিয়ে এতটা বাড়াবাড়ি করার কোনও মানেই হয় না। তাঁর কথায়, ‘পাঠান’ নিয়ে এত বিতর্কের জেরে ছবির সঙ্গে যুক্ত সকলকেই ভুগতে হচ্ছে। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন মন্ত্রকের নির্দেশ মানতেই ছবি ও গানের দৃশ্যে কাঁচি চালাতে বাধ্য হচ্ছে।