সঙ্গী দুই ননদ, বিছানায় বসেই ‘দারু দেশী’ গানে উদ্যম নাচ তৃণার, ভাইরাল সেই ভিডিও

সদ্যই বিয়ে হয়েছে তৃণার। টেলিভিশনের পর্দায় জনপ্রিয় মুখ নীল ভট্টাচার্যের সঙ্গে সাত পাকে বাধা পড়েছেন তিনি। পরিণতি পেয়েছে দীর্ঘ দশ বছরের সম্পর্ক। এখন নীলের সঙ্গে চুটিয়ে সংসার করছেন তৃণা। তাদের সম্পর্কের রসায়ন বারবার সোশ্যাল মিডিয়ায় ধরা পড়েছে।
View this post on Instagram
তৃণা সম্প্রতি স্টার জলসার ধারাবাহিক ‘খড়কুটো’-তে মুখ্য চরিত্রে অভিনয় করছেন। ধারাবাহিকের চরিত্রের মতোই বাস্তব জীবনেও মজা, হই-হুল্লোড় করতে খুব ভালবাসেন তৃণা। তা তাঁর সোশ্যাল মিডিয়াই প্রমাণ করে। বন্ধুদের সঙ্গে তো বটেই, শুটিং-এর সেটেও সহ-অভিনেতা, অভিনেত্রীদের সঙ্গে মজা, খুনসুটি করেই কাটান তিনি।
View this post on Instagram
আরও পড়ুন- জোম্যাটো ডেলিভারিবয়কাণ্ড লজ্জাজনক ও অমানবিক, সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে সরব পরিণীতি চোপড়া
এই ধারাবাহিকে তাঁর দুই ননদের চরিত্রে অভিনয় করছেন সোনাল (সাজি) ও প্রিয়াঙ্কা মিত্র (চিনি) সোনালের সঙ্গে তৃণার সম্পর্ক একেবারে কাছের বন্ধুর মতো। এমনকি, সোনালকে তৃণার ব্যাচেলার পার্টিতেও দেখা গিয়েছে। এবার এই দুই ননদের সঙ্গেই একটি মজার ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী।
View this post on Instagram
এই ভিডিওতে, তৃণা, সোনাল ও প্রিয়াঙ্কাকে একটি জনপ্রিয় হিন্দি গানে তুমুল নাচতে দেখা গিয়েছে। তৃণার দু’পাশে রয়েছেন সোনাল ও প্রিয়াঙ্কা। খাটে বসে কম্বলের তলায় হাত-পা নাড়িয়ে নেচে চলেছেন জনপ্রিয় হিন্দি গান ‘দারু দেশী’র সঙ্গে। তাদের এই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই ভাইরাল হয়ে যায়।
View this post on Instagram
আরও পড়ুন- ঐন্দ্রিলার পর মিঠুনের সঙ্গে ছবি পোস্ট ঋতুপর্ণা, অভিনেত্রীর পোস্টে বাড়ছে জল্পনা, তবে কী বিজেপি যোগের ইঙ্গিত?
বলে রাখি, গত ৪ই ফেব্রুয়ারি নীল ভট্টাচার্যের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তৃণা সাহা। দীর্ঘ দশ বছর ধরে প্রেম করেছেন তারা। তাদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-র দিন পিসি চন্দ্র গার্ডেনে এলাহি রিসেপশনের ব্যবস্থা হয় এই জুটির। সেখানে উপস্থিত ছিলেন টলি ও টেলি জগতের নানান তারকারা।