বিনোদন

সামনেই দোল, আনন্দে উচ্ছ্বসিত হয়ে হিন্দি গানের তালে উদ্দাম তৃণার

সদ্যই বিয়ে করেছেন তৃণা। দীর্ঘদিনের প্রেমিক নীল ভট্টাচার্যের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন গত মাসেই। আবার সম্প্রতি তৃণমূলেও যোগ দিয়েছেন নীল ও তৃণা, দু’জনেই। এখন প্রায়ই সময়ই খবরে উঠে আসেন তৃণা।

এমনিতে বেশ প্রাণখোলা স্বভাবের তৃণা। সকলের সঙ্গে মজা করতে খুবই ভালোবাসেন। শুটিং সেটেও সকলকে জমিয়ে রাখেন নাচে-গানে। সেই সমস্ত ভিডিও বেশ ভাইরালও হয়। আপাতত, স্টার জলসায় ‘খড়কুটো’ ধারাবাহিকে গুনগুনের চরিত্রে অভিনয় করছেন তৃণা। তাঁর অনস্ক্রিন ননদদের সঙ্গে তাঁর নাচের ভিডিও রীতিমতো সাড়া ফেলে দেয় সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন- ভোট প্রচারে ব্যস্ত রাজ, মিস করছেন রাজের ছোঁয়া, ছবি পোস্ট করে জানালেন শুভশ্রী

আগামী ২৮শে মার্চ রবিবার ‘খড়কুটো’ ধারাবাহিকে দেখানো হবে রঙের উৎসব। সেই শুটিং-এই ব্যস্ত সবাই। শুটিং থেকে সময় বের করে ঠিক নাচের ভিডিও বানিয়ে ফেলেছেন তৃণা। হিন্দি গান ‘নিম্বুরা নিম্বুরা’-র সঙ্গে উদ্দাম নেচেছেন তৃণা।

আরও পড়ুন- সুতোয় বাঁধা অন্তর্বাস পরেই নাচে মাতলেন উত্তমকুমারের নাতবউ দেবলীনা, সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় 

এই ভিডিওতে তাঁকে দেখা গিয়েছে জয়পুরিয়া লেহেঙ্গা-চোলিতে। মাথায় মাংটিক্কা, নাকে টানা নথ, ও খোলা চুলে বেশ মিষ্টি দেখিয়েছে তাঁকে। তৃণার নাচের এই ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল। নেটিজেনদেরও বেশ মনে ধরেছে এই ভিডিও। সকলেই প্রশংসা করেছেন তৃণার এই নাচের।

Back to top button
%d bloggers like this: