বিনোদন

কোন খাতে বইছে নিখিল-নুসরাতের সম্পর্কের সমীকরণ? ইনস্টাগ্রামে কি বার্তা দিলেন নিখিল?! দেখে নিন

হালে ইনস্টাগ্রামে ছবি দেওয়া তাঁর জন্য একটু বেশিই বেড়ে গেছে। তিনি নুসরাত জাহানের স্বামী ব্যবসায়ী নিখিল জৈন। বর্তমানে তাঁদের দুজনের দাম্পত্য জীবন কেমন কাটছে তা জানা দরকার। ‌ সম্পর্ক যে খুব একটা ভালো নেই তা বেশ বোঝা যায়।

এবার ইনস্টাগ্রামে লাল টি শার্ট, হাতে ক্যামেরা, সঙ্গে একটি ইঙ্গিতপূর্ণ ক্যাপশন দিলেন নিখিল। Better an ‘Oops’ than a ‘what if’………এই বক্তব্যের অর্থ কী?  তাই নিয়েই জোর আলোচনা এখন নেট দুনিয়ায়। তাহলে কি এর মাধ্যমে নুসরতকে বার্তা দিলেন নিখিল? একবার ভুল করে নেওয়াই ভাল, সারা জীবন সংশয়ে কাটানোর থেকে।

আরও পড়ুন-খড়কুটো ছাড়ছেন তৃণা সাহা! মুষড়ে  গুনগুনপ্রেমীরা, কি বলছেন অভিনেত্রী

ইনস্টার ছবির লোকেশন বলছে ‘হোম’। অর্থাৎ আলিপুরে নিজের বাড়িতে বসে এই ছবি তুলেছেন নিখিল। সামনে নতুন ব্র্যান্ডের লঞ্চ। নুসরতের বদলে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তার প্রস্তুতিতে এই মূহুর্তে ব্যস্ত ব্যবসায়ী নিখিল জৈন।

 

View this post on Instagram

 

A post shared by Nikhil Jain (@nikhiljainoffcl)

আরও পড়ুন- সাত মাসের সাধভক্ষণ মধুবনীর, শাশুড়ি মা-র উদ্দেশ্যে কী বললেন অভিনেত্রী?

স্ত্রী অভিনেত্রী-সংসদ নুসরত জাহানে সঙ্গে সম্পর্কের সুর কাটলেও এখনও বিবাহ বিচ্ছেদ নিয়ে দুপক্ষই কোনও কথা বলেন নি। বিবাহ বিচ্ছেদের নোটিস নিয়ে খবর শোনা গেলেও নিখিল চুপ করে থেকেছেন। নুসরত জানিয়েছেন, বিচ্ছেদ নিয়ে নিখিলের সঙ্গে তাঁর এখনও কোনও আলোচনাই হয় নি। আপাতত তিনি রাজ্যের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীদের প্রচারে ব্যস্ত। রবিবার পশ্চিম মেদিনিপুরে প্রচার করছেন অভিনেতা-সাংসদ। আর নতুন নেশায় মেতেছেন নিখিল। সঙ্গে নিচ্ছেন নতুন ব্র্যান্ড স্থাপনের প্ল্যানিংয়ের বেবি স্টেপস।

Back to top button
%d bloggers like this: