শ্রাবন মাসের শেষ সোমবার থাকে একাধিক শুভ যোগ, এই নিয়ম মেনে পুজো করলে আপনারা জীবনে ঘটবে শুভ কিছু

হিন্দু ধর্মে বহু যুগ ধরেই শ্রাবণ মাসের সোমবারগুলি মহাদেব শিবের পুজো হয়ে থাকে। এবছর শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারটি পড়েছে আজ অর্থাৎ ৮ আগস্ট। শ্রাবণ মাসের সোমবারে নিয়ম মেনে পুজো করলে মহাদেব শীঘ্র প্রসন্ন হন।
পঞ্চাঙ্গ মতে, শেষ সোমবারে একাধিক পবিত্র ঘটনা ঘটতে চলেছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেনে নেওয়া যাক, কেন এই দিনটি এত বৈশিষ্ট্যপূর্ণ?
এই বছর শ্রাবণমাসের শেষ সোমবারে পড়েছে একাদশী তিথি। এই একাদশী তিথি পুত্রদা একাদশী হিসেবে খ্যাত। এই দিনে সন্তানের ভালোর জন্য ও সন্তানলাভের জন্য উপবাস করা হয়। এই দিন ভগবান বিষ্ণুর সঙ্গে মহাদেবেরও পুজো করা হয়ে থাকে। শাস্ত্র মতে. এই দিন পবিত্র মনে অল্প গঙ্গাজল ও বেলপাতা দিয়ে অভিজিৎ মুহূর্তে মহাদেবের জলঅভিষেক করতে পারেন। সঙ্গে মহাদেবের মন্ত্র পড়ুন।
এই বছর ৮ আগস্ট দিনটিতে অভিজিৎ মুহূর্ত শুরু হতে চলেছে ১১টা ৫৯ মিনিট থেকে। এই মুহূর্ত জারি থাকবে ১২টা ৫৩ পর্যন্ত। পুজো করতে পারে এই সময়কালের মধ্যে। জীবনে শুভ কিছু ঘটবেই।