অনুব্রতকে ফিরিয়ে দিল এসএসকেএম, হাসপাতালে ভর্তি হওয়ার কোনও প্রয়োজন নেই, চিকিৎসার পর সাফ জানালেন চিকিৎসকরা

অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) হাসপাতালে ভর্তি করার কোনও প্রয়োজন নেই। তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর জানিয়ে দিলেন এসএসকেএমের (SSKM) চিকিৎসকরা। জানা গিয়েছে, কয়েকটি ক্রনিক রোগ ছাড়া আর তেমন কিছু হয়নি বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার। এবার একটাই প্রশ্ন উঠছে যে এবার কী অনুব্রতর গাড়ি নিজাম প্যালেসের (CBI Office)দিকে যাবে?
আজ, সোমবার গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই তলব করে অনুব্রতকে। কিন্তু গতকাল, রবিবার রাতে তিনি জানিয়ে দেন যে তিনি আজ হাজিরা দিতে পারবেন না কারণ তাঁকে এসএসকেএমে চিকিৎসার জন্য যেতে হবে। এরপরই সিবিআইয়ের তরফে কড়া নোটিশ জারি করে নির্দেশ দেওয়া হয় যে এসএসকেএমে চিকিৎসা করিয়ে হলেও আজ তৃণমূল নেতাকে হাজিরা দিতেই হবে নিজাম প্যালেসে।
আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ চিনার পার্কের ফ্ল্যাট থেকে এসএসকেএমের উদ্দেশ্যে রওনা দেন অনুব্রত। এদিকে এসএসকেএমেও তৃণমূল নেতার জন্য ব্যস্ততা। সূত্রের খবর, অনুব্রতর ঠাণ্ডা লেগে বারবার কাশি হচ্ছে। আর কাশতে গেলে মাথার পিছন দিকে যন্ত্রণা করছে। এমনিতে তাঁর ফিসচুলার সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরেই। বর্তমানে তা আবার মাথাচাড়া দিয়েছে।
অনুব্রতর চিকিৎসার জন্য সাত সদস্যের মেডিক্যাল বোর্ড আগেই গঠন করা ছিল। তাঁর পরীক্ষা-নিরীক্ষা শুরু হয় হাসপাতালে। মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা বৈঠকও করেন। সমস্ত শারীরিক পরীক্ষার পর দেখা যায় যে অনুব্রতকে হাসপাতালে ভর্তির কোনও প্রয়োজন নেই। তাঁর ক্রনিক রোগ ছাড়া আর কিছু নেই। আর ক্রনিক রোগের জন্য হাসপাতালে ভর্তি থাকার কোনও প্রয়োজন নেই। ওষুধপত্র নিয়ম করে খেলেই ঠিক হয়ে যাবে।
এবার সকলের মনে একটাই প্রশ্ন, এসএসকেএম তো ভর্তি নিল না বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে। তাহলে কী এবার সিবিআইয়ের নির্দেশ মেনে নিজাম প্যালেসে হাজিরা দেবেন অনুব্রত? নাকি আজও হাজিরা এড়াবেন তিনি? যদিও সিবিআইয়ের তরফে বলা হয়েছে যে আজ যদি অনুব্রত হাজিরা না দেন, তাহলে আগামীকাল ফের তাঁকে নোটিশ পাঠানো হবে।