কর্মক্ষেত্র

দারুণ খবর! বিপুল পদে নিয়োগ চলছে রাজ্য পুলিশে, কী যোগ্যতা প্রয়োজন, বেতনই বা কত, জেনে নিন বিস্তারিত তথ্য

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। এই রাজ্যেই এবার হতে চলেছে নিয়োগ। রাজ্য পুলিশে নিয়োগ চলছে। এই নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে। যোগ্য প্রার্থীরা অফলাইন বা অনলাইন, দু’ভাবেই আবেদন জানাতে পারেন।

সংশ্লিষ্ট ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করবে রাজ্য পুলিশ। এর জন্য গত ১০ আগস্ট থেকে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। প্রার্থীরা আগামী ৩১ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীরা wbpolice.gov.in-তে অনলাইনে অথবা অফলাইনে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন।

বয়সসীমা

প্রার্থীদের ২০২৩ সালের ১ অক্টোবর অনুযায়ী ২১ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।

যোগ্যতা

প্রার্থীদের যে কোনও স্বীকৃত বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। সেই সঙ্গে থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট এবং মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং ইন্টারনেটের বেসিক অ্যাপ্লিকেশন-এ কাজের দক্ষতাও। সরকারি সংস্থা/ রাষ্ট্রায়ত্ত সংস্থা/ অন্যান্য প্রতিষ্ঠানে চাকরির অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন

১৬ হাজার টাকা মাসিক বেতন দেওয়া হবে নিযুক্তদের। প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ করা হলেও কাজের ভিত্তিতে এই মেয়াদ বাড়তে পারে।

আবেদন ফি

সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে কোনও আবেদন ফি জমা দিতে হবে না।

নির্বাচন পদ্ধতি

প্রার্থীদের কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। পরীক্ষায় কৃতকার্যরাই ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন। পরীক্ষা এবং ইন্টারভিউয়ের দিনক্ষণ যথাসময়ে রাজ্য পুলিশের ওয়েবসাইটে জানানো হবে।

কীভাবে আবেদন করবেন

যোগ্য প্রার্থীরা রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in-তে নির্ধারিত ফরম্যাটে অনলাইনে আবেদন করতে পারেন। যারা অফলাইনে আবেদন করতে চান, তারা আবেদনপত্র পাঠাতে পারেন, দ্য ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, টেলিকমিউনিকেশন (এইচকিউ), পশ্চিমবঙ্গ, ৩, মানিক বন্দ্যোপাধ্যায় সরণী, টালিগঞ্জ, কলকাতা, পিন ৭০০০০৪০- এই ঠিকানায়। ইমেল করতে পারেন deo23telecomhq@gmail.com-তে। আবেদন পাঠানোর শেষ তারিখ ৩১ আগস্ট।

Back to top button
%d bloggers like this: