লাইফ স্টাইল

এবার বাড়ি বসে রেস্তোরাঁর খাবার খাওয়া যাবে আরও সস্তায়, সুইগি-জোম্যাটোকে টেক্কা দিতে নতুন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম আনল মোদী সরকার

এখন আর রেস্তোরাঁর সুস্বাদু খাবার উপভোগ করার জন্য কষ্ট করে রেস্তোরাঁয় যাওয়ার দরকার পড়ে না। সুইগি বা জোম্যটোর দৌলতে এখন বাড়ি বসেই নিজের পছন্দের রেস্তোরাঁ থেকে পছন্দের খাবার অর্ডার করা যায়। খুব অল্প দিনের মধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে এই দুই ফুড ডেলিভারি অ্যাপ। এবার এই দুই সংস্থাকে টক্কর দিতে হাজির সরকারি ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম।

মোদী সরকারের তরফে আনা হল নতুন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কর্মাস বা ONDC। এই প্ল্যাটফর্মের মাধ্যমে খাবার অর্ডার করলে সুইগি বা জোম্যাটোর থেকেও কম খরচে আপনার ‘দুয়ারে’  পৌঁছে যাবে আপনার মনপসন্দ খাবার। তবে এটি একটি আলাদা অ্যাপ নয়। নানান ফুড ডেলিভারি অ্যাপের সঙ্গে সংযুক্ত হয়ে পরিষেবা দেবে এই প্ল্যাটফর্ম।

এটা আসলে অনেকটা UPI-এর মতো। নানান পেমেন্ট অ্যাপের সঙ্গে যুক্ত সরকারের UPI সিস্টেম। এর মাধ্যমে নিরাপদে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অনলাইন পেমেন্ট করা যায় খুব সহজেই। ঠিক সেভাবেই এই ONDC প্ল্যাটফর্মের মাধ্যমে নানান ফুড ডেলিভারি অ্যাপ থেকে অর্ডার করা যাবে খাবার। আর তাতে খরচ অনেকটা কম হবে।

নানান ই-কমার্স সাইটগুলিকে টেক্কা দেওয়ার জন্যই গত বছরের সেপ্টেম্বরে এই ONDC প্ল্যাটফর্মটি আত্মপ্রকাশ করেছিল। এবার তা পুরোদমে পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু কীভাবে কাজ করবে এই ONDC প্ল্যাটফর্ম? কীভাবে এর মাধ্যমে অর্ডার করা যাবে খাবার? জেনে নেওয়া যাক-

পেটিএম, ম্যাজিকপিন, মাইস্টোর অ্যাপ, পিনকোড অ্যাপ, স্পাইস মানি অ্যাপ, মিশো অ্যাপ বা ক্রাফ্টভিলা অ্যাপ অ্যাকসেস করতে হবে ব্যবহারকারীকে। এর মাধ্যমে খাবার অর্ডার করলে ONDC-র অফার পাওয়া যাবে। তবে বর্তমানে শুধুমাত্র দিল্লি ও বেঙ্গালুরুতেই চালু হয়েছে এই প্ল্যাটফর্মের পরিষেবা। আগামীদিনে অন্যান্য শহরেও এই প্ল্যাটফর্মের পরিষেবা শুরু করার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

সুইগি বা জোম্যাটোর মতো ফুড ডেলিভারি অ্যাপগুলি থেকে রেস্তোরাঁগুলি প্রতিটি অর্ডারের জন্য ২৫-৩০ শতাংশ কমিশন নেয়। কিন্তু সেই জায়গায় এই ONDC থেকে নেবে ২-৪ শতাংশ। সেই কারণে খাবার অনেকটা সস্তায় মিলবে বলে জানা যাচ্ছে।

Back to top button
%d bloggers like this: