পরিমিত পরিমাণে ম’দ পান করলে তা শরীরের পক্ষে উপকারী, নানান অ্যালকোহলের বিশেষ গুণ কী কী, দেখে নিন

অনেকের মনেই এই ধারণা বদ্ধমূল যে ম’দ মানেই নাকি নেশা। মদ্যপান শরীরের পক্ষে ক্ষতিকর, এই কথাটা আমরা হামেশাই শুনে থাকি। তবে জানেন কী, ম’দ কিন্তু আসলে শরীরের পক্ষে উপকারীই। হ্যাঁ, অবশ্যই তা হতে হবে পরিমিত পরিমাণের। খুব অতিরিক্ত যে কোনও জিনিসই একসময় ক্ষতিকর হয়ে ওঠে বই কি!
তবে পরিমিত পরিমাণে যদি ম’দ্যপান করা যায়, তাহলে আখেরে কিন্তু তা শরীরের জন্য একপ্রকার ভালোই। নানান অ্যালকোহলেরই নিজস্ব কিছু গুণ থাকে। একনজরে দেখে নেব, সেগুলি কী কী-
বিয়ার কর্মক্ষমতা বৃদ্ধি করে।
দাঁতের যন্ত্রণার উপশমে ভদকা দারুণ কাজ করে।
হুইস্কি ওজন কমানোর জন্য বিশেষ উপকারী।
বয়স ধরে রাখতে বিশেষ সাহায্য করে ব্র্যান্ডি।
রেড ওয়াইন হাইপার টেনশন দূর করতে সাহায্য করে।
হার্ট ভালো রাখার জন্য শ্যাম্পেন পান করতে পারেন পরিমিত পরিমাণে।
টাকিলা কিন্তু কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণ করে।
গলা ব্যাথা বা গলার ইনফেকশন কমাতে রামের বিশেষ ভূমিকা রয়েছে।