ব্যাবসা, বাণিজ্য ও অর্থনীতি

অভাবনীয়! KKR-RCB ম্যাচে ইডেন গার্ডেন্সে আকর্ষণীয় ড্রোন শো টাটা নিউ-এর, দারুন চমক পেলেন ক্রিকেটপ্রেমীরা

গত বৃহস্পতিবার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩-এর কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ। নিজের জমিতে বেঙ্গালুরুকে এক ইঞ্চিও জমি ছাড়ে নি কলকাতা। এদিন কেকেআর-র ভক্তরা মুখে হাসি নিয়েই স্টেডিয়াম ছাড়েন। তবে এদিন ঘটল আরও এক চমকপ্রদ ঘটনা। এক অনবদ্য উপায়ের নিজেদের প্রথম বার্ষিকী পালন করল টাটা নিউ।

কেকেআর-আরসিবির ম্যাচের দিন স্টেডিয়ামের রাতের আকাশ হয় রঙে রঙে রঙিন। আর এই আকাশে রঙের ছোঁয়া দিল ৬০০ ড্রোন। তৈরি হল এক অনন্য লাইট শো। ফ্যাশন থেকে শুরু করে ফাইন্যান্স, গ্যাজেট থেকে মুদি, হোটেল থেকে স্বাস্থ্য এবং প্রযুক্তি থেকে ভ্রমণ নানান জিনিস দেখা যায় এই লাইট শো-তে। অর্থাৎ নিজেদের কেনাকাটার বৈচিত্র্যপূর্ণ এবং বিস্তৃত সম্ভার টাটা নিউ এই ড্রোন শোয়ের মাধ্যমে নিজেদের ক্রেতাদের কাছে পৌঁছে দেয়।

অভাবনীয়! KKR-RCB ম্যাচে ইডেন গার্ডেন্সে আকর্ষণীয় ড্রোন শো টাটা নিউ-এর, দারুন চমক পেলেন ক্রিকেটপ্রেমীরা 2

অভাবনীয়! KKR-RCB ম্যাচে ইডেন গার্ডেন্সে আকর্ষণীয় ড্রোন শো টাটা নিউ-এর, দারুন চমক পেলেন ক্রিকেটপ্রেমীরা 3

 

লঞ্চ হওয়ার পর থেকেই থেকে ভারতীয়দের কেনাকাটার জগতে এক বিপ্লব এনেছে টাটা নিউ। রিওয়ার্ড প্রোগ্রামের মাধ্যমে এবং নানান বিভাগে বিক্রয়যোগ্য ব্র্যান্ডের সম্ভার যতদূর সম্ভব বিস্তৃত করেছে তারা। খুবই দ্রুত গুগল প্লে-স্টোরের প্রথম পাঁচটা কেনাকাটার অ্যাপের অন্যতম হয়ে উঠেছে টাটা নিউ-এর এই অ্যাপ। কয়েক লক্ষ ব্যবহারকারীকে সুবিধা ও সহজলভ্যতার এক নতুন মাত্রায় নিয়ে গিয়েছে টাটা নিউ।

অভাবনীয়! KKR-RCB ম্যাচে ইডেন গার্ডেন্সে আকর্ষণীয় ড্রোন শো টাটা নিউ-এর, দারুন চমক পেলেন ক্রিকেটপ্রেমীরা 4

নতুন আপডেট সমেত টাটা নিউ ভারতে সুপার অ্যাপগুলোর মান আরও উঁচু করেছে। টাটা আইপিএলের অফিশিয়াল পার্টনার হিসাবে টাটা নিউয়ের এটা দ্বিতীয় বছর। আর এবার প্রথম বার্ষিকী উপলক্ষ্যে ড্রোন শো-য়ের মাধ্যমে নানান বিভাগে নিজেদের শক্তি প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করল টাটা নিউ।

টাটা নিউয়ের প্রথম বার্ষিকী এই সুপার অ্যাপের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এই সাফল্যের নেপথ্যে রয়েছে ভারতীয় ক্রেতার ক্রমাগত বদলাতে থাকা প্রয়োজনের সঙ্গে মানিয়ে নেওয়া ও তা মেটানোর ক্ষমতা। গত এক বছরে কেনাকাটার অভিজ্ঞতার মধ্যে এক রূপান্তর ঘটিয়েছে টাটা নিউ। আগামী এক বছরে এই অ্যাপে আরও অনেক নতুন সংযোজন ঘটবে বলেই আশাবাদী ক্রেতারা।

Back to top button
%d bloggers like this: