বিনোদন

মহার্ঘ্যর আসল সত্যি কী? সেকি আদেও এত ভালো নাকি নিজের বাবার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে চায়! সেই সব কিছু জানতে উদগ্রীব দর্শক

বাংলা টেলিভিশনে এই মুহূর্তে যেকটি নতুন ধারাবাহিক শুরু হয়েছে তার মধ্যে অন্যতম হলো লীনা গাঙ্গুলীর বালিঝড়। তৃণা সাহা ইন্দ্রাশিষ রায় এবং কৌশিক রায়কে নিয়ে তৈরি এই গল্প প্রথম থেকে টিআরপি তালিকা সেভাবে প্রভাব ফেলতে পারেনি। তাই রামপ্রসাদের সময় ঘোষণা করার পর থেকেই জল্পনা উঠেছে যে মাত্র দু মাসেই শেষ হতে চলেছে এই ধারাবাহিক। কিন্তু দর্শকমহলের মত এত তাড়াতাড়ি যেন এই গল্পটাকে শেষ না করে দেওয়া হয়।

তবে ধারাবাহিকের গল্প দেখতে গেলে সবে মাত্র একটি জমজমাটই জায়গায় এসেছে। যেখানে শুরুর প্রথম থেকে কেউ বুঝতে পারছিল না যে গল্পে আসল নায়ক কে স্রোত নাকি মহার্ঘ? কিন্তু এতদিনে জানা গেছে ঝোরার নায়ক হতে চলেছে মহার্ঘ নিজেই। কারণ মহার্ঘ চরিত্রটাকে অত্যন্ত সুন্দর এবং ভালো মানুষ দেখানো হয়েছে।

মহার্ঘ্যর আসল সত্যি কী? সেকি আদেও এত ভালো নাকি নিজের বাবার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে চায়! সেই সব কিছু জানতে উদগ্রীব দর্শক 1

তাদের বিয়ের পর থেকে আস্তে আস্তে মহার্ঘ্যর পরিবার কেউ দেখানো হচ্ছে। যেখানে সবে তারা গ্রামে গেছে আর মহার্ঘ্যর বাবার সঙ্গে আলাপ হয়েছে ঝোরার। সে মহার্ঘ্যর বাবাকে বাবা বলে ডেকেছে তাই বোঝাই যাচ্ছে আস্তে আস্তে মহার্ঘ্যর গ্রামের লোক আর তার বাবাকে আপন করে নিয়েছে ঝোরা। সেই সঙ্গে সে একটি সত্যিও জানতে পেরেছে।

সত্যিটা হলো ঝোরাদের যে সম্পত্তি রয়েছে অর্থাৎ সমুদ্র সেন যে বাড়িতে থাকে এবং যা সম্পত্তি রয়েছে তার সেই সকলটাই হল মহার্ঘ্যর বাবার। কোনভাবে ঠকিয়ে তার কাছ থেকে এটা নিয়ে নেওয়া হয়েছে কিন্তু সেই সত্যিটা এখনো পর্যন্ত সকলের সামনে আসেনি। আর দর্শকরা এতদিনে বুঝে ফেলেছে যে মহার্ঘ্যর বাবা আর সমুদ্র সেন একে অপরের শত্রু। আর সেই জন্যই ছোট থেকে তার ছেলেকে সমুদ্র সেন নিজের কাছে রেখেছে।

balijhor upcoming track

কিন্তু ঝোরাকে দেখে যা মনে হচ্ছে পরবর্তী দিনে সে সকল সত্যি সামনে নিয়ে আসবে আর সেই ভয়টাই পাচ্ছে সমুদ্র সেন। তাই জন্যই তিনি কিছুতেই চাইছেন না যে ঝোরা মহার্ঘ্যর বাবার সঙ্গে বেশি মেলামেশা করুক বা তাদের গ্রামে যাক। কিন্তু উল্টোদিকে মহার্ঘ্য এই সকল সত্যি কতটা জানে তা নিয়েও সন্দেহ রয়েছে অনেকের মনে। আদৌ কি সে এতটা ভালো নাকি নিজের বাবার সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেয়ার জন্যই ভালো মানুষের মুখোশ পড়ে রয়েছে সেটা জানতে দেখতে হবে পরবর্তী দিনে ‘বালিঝড়’।

Back to top button
%d bloggers like this: