ভাইরাল

‘আত্মা বের করে দেখান’, করোলি বাবাকে চ্যালেঞ্জ চিকিৎসকের, শুনেই ক্ষেপে গিয়ে লোক দিয়ে মারধর চিকিৎসককে

আমরা যতই নিজেদেরকে আধুনিক বলি না কেন, এখন আমাদের সমাজে কিছু কুসংস্কার রয়েই গিয়েছে। এখনও ভারতের অনেক প্রান্তেই লোকজন কোনও শারীরিক সমস্যার জন্য চিকিৎসক বা হাসপাতালে না গিয়ে তুকতাক করাতেই বেশি বিশ্বাসী।

জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন মানুষ। কিন্তু জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করা আর কোনও ভণ্ড বাবাকে বিশ্বাস করা আলাদা। এমন অনেক মানুষ রয়েছেন যারা দাবী করে থাকেন যে তারা নানান রোগ সারাতে পারেন বা কোনও মানুষকে ভূতে ভর করলে তার মধ্যে থেকে নাকি আত্মা বের করে আনতে পারেন। এমনই এক ব্যক্তি হলেন করোলি বাবা। সোশ্যাল মিডিয়ায় তাঁর নানান ভিডিও নানান সময় দেখা যায়।

এবার এই করোলি বাবাকে নিয়েই একটি ভিডিও ভাইরাল হল, যা দেখে তার আসল রূপ চেনা যায়। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সিদ্ধার্থ চৌধুরী নামে নয়ডার এক চিকিৎসক ওই করোলি বাবার কাছে গিয়েছেন। তিনি বাবাকে জানান যে তাঁর কিছু সমস্যা রয়েছে, সেই কারণে তিনি বাবার শরণাপন্ন হয়েছেন।

করোলি বাবা জানতে চান তাঁর সমস্যা কী। চিকিৎসক জানান তাঁর পরিবারে সমস্যা চলছে। এরপরই তিনি বলেন যে তিনি দেখতে চান যে কোনও মানুষের মধ্যে থেকে আত্মা কীভাবে বের করা হয়। তিনি সেই দৃশ্য চাক্ষুষ দেখতে চান ও তা অনুভব করতে চান। চিকিৎসকের কথায়, এমনটাও যে হতে পারে সেই অনুভূতিটা কেমন তিনি জানতে চান।

চিকিৎসক বলেন, “এখন লাইভ চলছে। আপনি এখনই সকলের সামনে আত্মা বের করে দেখান”। একথা শুনেই রেগে যান করোলি বাবা। তিনি বলেন ওই চিকিৎসক কি তাঁকে চ্যালেঞ্জ করছেন? চিকিৎসক জানান, “হ্যাঁ”। তা শুনে আরও রেগে যান করোলি বাবা।

ভিডিওতে দেখা যায়, করোলি বাবা তাঁর লোকজনদের দিয়ে ওই চিকিৎসককে সেখান থেকে বের করে দিচ্ছেন, তাঁকে বলতে শোনা যায়, “এই পাগলটাকে এখান থেকে বের করে দাও”। শুধু তাই-ই নয়, চিকিৎসকের অভিযোগ, করোলি বাবার লোকজন তাঁকে খুব মারধরও করে।

এই ঘটনা থেকে করোলি বাবার দিকে আঙুল তুলেছেন অনেকেই। একাংশের দাবী, তিনি ভণ্ড, সেই কারণেই উচিত কথা শুনে তিনি রেগে গিয়ে এমন আচরণ করেছেন চিকিৎসকের সঙ্গে। আবার করোলি বাবার ভক্তদের পাল্টা দাবী, চিকিৎসক এমন ব্যবহার করে করোলি বাবাকে অপমান করেছেন। তাই তিনি চিকিৎসকের সঙ্গে যা করেছেন সেটা ঠিক। কিন্তু প্রশ্ন হচ্ছে, করোলি বাবা যদি সত্যিই নিজের দিক থেকে পরিষ্কার হয়েই থাকবেন, তাহলে চিকিৎসকের কথায় রেগে গিয়ে তাঁকে এভাবে মারধর কেন করবেন?

Back to top button
%d bloggers like this: