সোনার হার চুরি করে বাসায় নিয়ে যাচ্ছে একদল পিঁপড়ে! ভিডিও দেখে হেসে পেটে ব্যথা নেটিজেনদের

সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা কতরকমের ভিডিও দেখে থাকি প্রতিদিন। কিন্তু বন আধিকারিক সুশান্ত নন্দ তাঁর ট্যুইটারে যে ভিডিও শেয়ার করেছেন তা দেখে হেসে পেট ব্যথা নেটিজেনদের।
সুশান্ত নন্দ ট্যুইটারের যে ভিডিও শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, একদল পিঁপড়ে একটি সোনার হার বয়ে নিয়ে যাচ্ছে। তবে অনেকের প্রশ্ন উঠেছে পিঁপড়েদের কী এতটা শক্তি হয়? বিজ্ঞান বলছে একটি পিঁপড়ে তার শরীরের ওজনের কুড়ি গুন বেশি ভারী জিনিসপত্র বয়ে নিয়ে যেতে পারে।
বিজ্ঞানকে মান্যতা দিয়ে নেটিজেনরা পিঁপড়েদের সোনা পাচারের ঘটনাকে মেনে নিয়েছেন। এক লক্ষ্যের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন এবং পাঁচ হাজারের বেশি মানুষ ভিডিওটি ভালোবেসেছেন। বন আধিকারিক সুশান্ত নন্দ মজার ছলে ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘একদল ক্ষুদে পাচারকারী।’
ভিডিওর নিচে কমেন্ট করছেন বহু নেটিজেন। কেউ কেউ লিখেছেন, একেই বলে টিম স্পিরিট। আবার একজন লিখেছেন, দেখতে হবে পিঁপড়েগুলো ছেলে নাকি মেয়ে। তবে ভিডিও দেখে বেশ মজা পেয়েছেন দর্শকরা।
Tiny gold smugglers 😀😀
The question is,under which section of IPC they can be booked? pic.twitter.com/IAtUYSnWpv— Susanta Nanda IFS (@susantananda3) June 28, 2022