রঙের লীলা! পাহাড় বেয়ে নেমে আসছে রঙবেরঙের জলপ্রপাত, এমন রামধনু ঝরনা দেখে মুগ্ধ সকলে, মুহূর্তে ভাইরাল ভিডিও

আমাদের গোটা জীবনটাই একটা লীলাখেলা বলা যায়। নাহলে ১,৪৫০ ফুট উচ্চতায় এমন আশ্চর্য রঙিন ফোয়ারার দেখা কী মেলে! সেই ফোয়ারা দেখে সেদিকে হাঁ করে তাকিয়ে মুগ্ধ হওয়া ছাড়া আর কোনও উপায় নেই। কথা বন্ধ হয়ে যায় সেই দৃশ্য দেখে।
পাহাড়ের গায়ে ফাটল আর সেই ফাটল বেয়ে নেমে আসছে রঙ। পাহাড়ের গায়ে জলপ্রপাত কোনও নতুন ঘটনা নয়। কিন্তু সেই জলপ্রপাত যদি রঙিন হয়, তাহলে তা যে এক ভিন্ন ঘটনা তা আর বার অপেক্ষা রাখে না। জলপ্রপাতের উপর সূর্যের আলো পড়তেই তা হয়ে উঠছে রামধনু জলপ্রপাত। এমন এক অসম্ভব সুন্দর প্রাকৃতিক রূপ দেখে মুগ্ধ দর্শক। সেই জলপ্রপাতের ভিডিও ভাইরাল হয়েছে।
কী দেখা গিয়েছে ভিডিওতে?
এই রংধনু ঝরনা হল মার্কিন মুলুকের ক্যালিফোর্নিয়ার ইয়োসেমাইট ন্যাশানাল পার্কের বিখ্যাত ইয়োসেমাইট জলপ্রপাত। তবে এই নামে তাকে মানায় না মোটেই। যে ঝরনা মহাজাগতিক, শিল্পীর সাতরঙা জলের প্যালেট যেন। রংধনু ঝরনাই তার উপযুক্ত নাম। মনকাড়া এমন ঝরনার পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
বলে রাখি, ইয়োসেমাইট জাতীয় উদ্যান ক্যালিফোর্নিয়ার চারটি ভিন্ন কাউন্টি জুড়ে বিস্তৃত এবং প্রায় ৭,৬১,৭৪৭ একর এলাকা জুড়ে বিস্তৃত। সেখানেই রয়েছে পর্যটকদের প্রিয় জলপ্রপাত। যেখানে সূর্য উঠলেই শুরু হয় রঙের খেলা।
High winds at the perfect time of day created a rare Rainbow Waterfall in Yosemite National Park pic.twitter.com/8J8EA1Q7x5
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) August 24, 2023
এমন কেন হয়?
আসলে পাহাড়ের গা বেয়ে ওই জলের ধারা অনেক উঁচু থেকে নামে। মাঝপথে প্রবল হাওয়ার জেরে জলপ্রপাতের জল ছিটকে এদিক-ওদিক কোটি কোটি জলের কণা উড়তে থাকে। সেই জলের কণার মধ্যেই সূর্যের আলো পড়লে সেই আলো ভেঙে গিয়ে দেখা যায় রঙ। সেই কোটি কোটি জলের কণার মধ্যে সৃষ্টি হয় রঙের। আর দেড় হাজার ফুট উচ্চতার সেই গোটা জলপ্রপাতটাকেই সেই সময় মনে হয় যেন রঙের ধারা। এই দৃশ্যই যেন দর্শক-পর্যটকদের এই দুনিয়ার বাইরে নিয়ে চলে যায়।