ভাইরাল

রেড ওয়াইনের বন্যা! গোটা রাস্তাজুড়ে বইছে লালরঙা ম’দের স্রোত, ভিডিও দেখে তাজ্জব নেটিজেনরা

বইছে ম’দের বন্যা। শুনতে অবাস্তব মনে হলেও এমনটাই কিন্তু সত্যিই ঘটেছে বাস্তবে। গোটা রাস্তাজুড়ে বয়ে চলেছে রেড ওয়াইনের স্রোত। উপকূল সংলগ্ন এক গ্রামে ঘটল এমন ঘটনা। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চোখ ছানাবড়া হয়ে গেল নেটিজেনদের।

কী করে ঘটল এমন ঘটনা?

এই ঘটনাটি ঘটেছে পর্তুগালে। সেখানকার একটি গ্রাম হল সাও লোরেনো ডি বাইরো। এই গ্রামে খুব বেশি হলে হাজার দুয়েক লোকের বাস। সেখানেই দু’টি ওয়াইন ভরা ট্যাঙ্ক ফেটে গিয়েই ঘটল এমন বিপত্তি।

জানা গিয়েছে, সব মিলিয়ে প্রায় ২২ লক্ষ লিটারের দু’টি ওয়াইন ট্যাঙ্ক ফেটে যায় ওই গ্রামে। সেই ট্যাঙ্কে ভর্তি ওয়াইনই ভেসে যায় গোটা রাস্তায়। একটি সুইমিং পুল তৈরি করার মতো ওয়াইনের স্রোত বয়ে যায় রাস্তা দিয়ে।

এই গ্রামের সামনেই রয়েছে সার্টিমা নদী। এই ওয়াইন যাতে কোনওভাবেই সেই নদীর জলে না মিশতে পারে, সেই কারণে তড়িঘড়ি কাজে লেগে পড়েন কর্মীরা। ওয়াইনে মাটিও পুরো ভিজে গিয়েছে। তাও যথাসম্ভব তাড়াতাড়ি স্বাভাবিক করে তোলার চেষ্টা করা হচ্ছে।

তবে এই ঘটনার ভিডিও এই মুহূর্তে তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমন ভিডিও দেখে নেটিজেনদের মধ্যে হতবাক হওয়ার অন্ত নেই। এই লালরঙা ম’দ রাস্তা দিয়ে বয়ে যাওয়া দেখে আবার অনেক সুরাপ্রেমীরাই ফ্যান্টাসির আস্বাদও গ্রহণ করেছেন বৈ কী!

Back to top button
%d bloggers like this: