বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত পরিণত হল নিম্নচাপে, বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, জানাল হাওয়া অফিস

বিগত কয়েকদিন ধরে ফের ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও অস্বস্তি কমে নি। তবে এবার সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপের রূপ নিয়েছে। আর এর প্রভাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হবে বৃষ্টি। এর জেরে তাপমাত্রাও কমবে খানিকটা।
কী জানাল হাওয়া অফিস?
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, তা আজ, বুধবার নিম্নচাপে পরিণত হবে। আর পরে তা শক্তি বাড়িয়ে অগ্রসর হবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। এরপর তা প্রবেশ করবে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। মাঝারি বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি-সহ বেশ কিছু জেলায়।
আজ, বুধবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, মঙ্গলবার দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৭ থেকে সর্বনিম্ন ৬০ শতাংশ। জানা গিয়েছে, আগামী শুক্রবারের মধ্যে তাপমাত্রা কিছুটা কমবে।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। এই ক’দিন তাপমাত্রাও বাড়বে। মালদহ এবং উত্তর দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকার সম্ভাবনা।