এক হাতে সন্তান কোলে নিয়ে অন্য হাতে চালাচ্ছেন টোটো, মায়ের জীবন সংগ্রামে চোখ ভিজল নেটবাসীদের, ভাইরাল ভিডিও

‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে’। আর সন্তানকে দুধেভাতে রাখতে এক মা যে কোনও সীমা পার করতে পারে। মায়ের স্নেহ, ভালোবাসার কোনও বিকল্প হয় না কারণ মা তো মা-ই হয়। তাঁর যেমন কোনও বিকল্প নেই, তেমনই তাঁর আঁচলের ছায়া, ভালোবাসারও কোনও বিকল্প খুঁজে পাওয়া যায় না।
বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে অনেক সময়ই অনেক নারী, মায়েদের জীবন সংগ্রামের কথা জানতে পারি আমরা। কতটা কষ্ট সহ্য করেও নিজের সন্তানের মুখে অন্ন তুলে দিতে এক মা নিজের শেষ রক্তকণা পর্যন্ত বিকিয়ে দিতে দু’বার ভাবেন না। এবার নেট মাধ্যমে ভাইরাল হল সেরকমই এক মায়ের জীবন সংগ্রামের কাহিনী।
এক হাতে পরম যত্নে আগলে রেখেছেন কোলের শিশুকে আর অন্য হাতে টোটোর হাতল ধরে চালাচ্ছেন টোটো। এক পা ভাঁজ করে শুইয়ে রেখেছেন সন্তানকে আর অন্য পা নীচে রেখে টোটো চালাচ্ছেন। এমনই এক ভিডিও সমাজমাধ্যমে সম্প্রতি বেশ ভাইরাল হয়েছে।
কী দেখা যাচ্ছে ওই ভিডিওতে?
একটি টোটো রিক্সার চালক হলেন এক মহিলা বা বলা ভালো এক মা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, চালকের আসনে বসে এক মহিলা যাত্রীদের সঙ্গে ভাড়া নিয়ে কথা বলছেন। তবে চালকের আসনে একা ছিলেন না তিনি। তাঁর কোলে ঘুমিয়ে ছিল তাঁর একরত্তি সন্তান।
ক্যামেরা খানিকটা জুম করতেই সেই ছবি ধরা পড়ে। এরপর যাত্রীরা উঠে পড়তেই সন্তানকে এক হাতে আগলে রেখে অন্য হাতে হাতল ধরে টোটো চালিয়ে নিয়ে যান সেই মহিলা। ভিডিওটি মাত্র কয়েক সেকেন্ডের হলেও তা দেখে যেন চোখের জল বাঁধ মানে নি নেটিজেনদের।
View this post on Instagram
এর আগেও অনেক মহিলার জীবন সংগ্রামের কথা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এবার টোটো চালানোর সময়ও সন্তানকে কোলে নিয়ে দেখভাল করতে দেখা গেল এক মা-কে। পেটের টানে দু’বেলা খাবার জোগাড় করতেই টোটো চালান ওই মহিলা। টাকা রোজগারের জন্য বাইরে বেরিয়ে গেলে বাড়িতে একরত্তিকে দেখাশোনা করার মতো কেউ নেই। সেই কারণে সন্তানকে নিয়েই কর্মসংস্থানে বের হন ওই মহিলা।
নেটিজেনদের কী প্রতিক্রিয়া?
এই ভিডিওটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তুমুল ভাইরাল হয়। ইতিমধ্যেই তা প্রায় আড়াই লক্ষেরও বেশি মানুষ দেখেছেন। এক মায়ের এক জীবন সংগ্রামকে কুর্ণিশ জানিয়েছেন নেটবাসীরা। চোখ ভিজেছে অনেকের। সকলেরই একটাই কথা, “মায়েরা এমনই হয়”।